Muharram 2023 : বারাসতে মহরমের বিশাল মিছিল, অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী – a huge muharram procession on the national highway in barasat


গোটা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গে কলকাতা সহ বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে দুঃখের দিন মহরম। কলকাতার অদূরে বারাসতের জাতীয় সড়কের উপর বিশাল মিছিল বের হয় মহরম উপলক্ষ্যে। এই মহরম উপলক্ষ্যে সকলে যেন শান্তিপূর্ণ ভাবে দিনটি পালন করা হয়, সেই বার্তাই দেওয়া হয় এই মিছিল থেকে। মিছিল ঘিরে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় তার জন্য জাতীয় সড়কে বিশাল পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে মহরমের মিছিল অনুষ্ঠিত হয়।

Muharram 2023 Roza Date : আশুরা বা মহরমে কবে রাখতে হবে রোজা? জানা গেল তারিখ
ভারতবর্ষে পাশাপাশি বাংলাদেশেও এই দিনটি পালিত হচ্ছে। একসময় দুটি দেশ এক সঙ্গেই ছিলো। আজ দুই দেশের মাঝে কাঁটাতার পড়েছে। তবে দুই দেশের ঐতিহ্য একই। মহরম আসলে ধার্মিক অনুষ্ঠান। তাই এই ধার্মিক অনুষ্ঠানে এই দেশের পাশাপাশি ওপার বাংলার সমস্ত মুসলিম ভাইরাও যেন শান্তিপূর্ণ মিছিল করে ও কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি যেন না তৈরি হয়, সেই বার্তাই দেওয়া হয় এদিনের মিছিল থেকে।

Muharram 2023 : বন্ধ আতশবাজি-ধারালো অস্ত্র, মহরমের তাজিয়া নিয়ে একগুচ্ছ নিষেধাজ্ঞা
যদি কেউ এমন পরিকল্পনাও নেয় তাঁদের সেই পরিকল্পনা যেন তাঁরা বন্ধ করতে বাধ্য হয়, সেই দিকটা সকলের মাথায় রাখা উচিৎ বলে জানান মিছিলের আয়োজক কমিটির এক সদস্য। দুই বাংলার মানুষ যেন দিনটি শান্তিপূর্ণ ভাবে পালন করে, এই মিছিল থেকে এই বার্তাই দেওয়া হয়। মিছিলের আয়োজক কমিটির এক সদস্য বলেন, ‘আজ ইসলাম ধর্মের মানুষদের কাছে দুঃখের দিন। আজ ইসলামি মানুষদের কাছে বছরের শুরুর দিন অর্থাৎ মাসের শুরু হয় এই দিন পালনের মধ্য দিয়ে। মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা আজকের দিন থেকে আগামী দিনে ভালো কিছু করার সূচনা করার পরিকল্পনা নেন’।

Muharram In Kashmir : উঠল নিষেধাজ্ঞা, ৩০ বছর পর কাশ্মীরে মহরমের তাজিয়া
তিনি আরও বলেন, ‘পুলিশ প্রশাসনের থেকে যথেষ্ট ভালো সহায়তা পেয়েছি আজকের এই মিছিল বের করার জন্য’। উল্লেখ্য, গোটা বিশ্বে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটি একদিকে যেমন শোকের, অন্যদিকে অন্যায়-ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হওয়ার, রুখে দাঁড়ানোর দিন।

Muharram 2023 Roza Time : কখন রাখতে হবে মহরমের রোজা? কোন সময় ইফতার?
হিজরি ৬১ সনের এই দিনে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মহম্মদের দৌহিত্র হজরত ইমাম হাসান, ইয়াজিদ বাহিনীর চক্রান্তে কারবালায় নিষ্ঠুরভাবে খুন হন। খুন হয় তাঁর পরিবার এবং অনুগামীরাও। সেই দিনের স্মরণেই বিশ্বজুড়ে পালন করা হয় মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাসে পালিত হয় মহরম। মহরমের দশম দিনে শোকপালন করেন শিয়া সম্প্রদায়ের মানুষজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *