President of India : ‘অপারগ আপনি, পদত্যাগ করা উচিত…’, তৃণমূল নেতার নিশানায় রাষ্ট্রপতি মুর্মু – trinamool leader from bankura slams president draupadi murmu


আদিবাসী নির্যাতন নিয়ে এবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President of India Draupadi Murmu) নিশানা তৃণমূল নেতার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। ‘আপনি যদি আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের ইজ্জত বাঁচাতে না পারেন, তাহলে আপনার পদত্যাগ করা উচিত’। প্রকাশ্য সভামঞ্চ থেকে রাষ্ট্রপতির বিরুদ্ধে সুর চড়ালেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূলের সভাপতি শেখ হামিদ। এই ঘটনা নিয়ে পালটা তৃণমূলকে কটাক্ষ বিজেপির।

Manipur Woman Video Case : মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ! রাজ্যজুরে বিক্ষোভে আদিবাসী সংগঠনের
বাঁকুড়া জেলার ইন্দাসে মণিপুরে চলা নারী নির্যাতন ও আদিবাসীদের ওপর ঘটে চলা অন্যায় অত্যাচারের প্রতিবাদ জানিয়ে একটি মিছিলের আয়োজন করা হয। এই মিছিল আয়োজনের দায়িত্ব ছিল ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন মিছিল শেষে ইন্দাস বাজারে একটি পথসভারও আয়োজন করা হয় ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে । সেখানে প্রকাশ্য সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ চাইলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি

Bankura News : শাসক-বিরোধী দ্বন্দ্বে গ্রামে থমকে রাস্তার কাজ! ঝুড়ি-কোদাল হাতে মেরামতিতে সামিল গ্রামবাসীরা
জনসভায় বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিশানা করে তৃণমূল নেতা শেখ হামিদ বলেন, ‘ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে সম্প্রদায়ের প্রতিনিধি সেই সম্প্রদায়ের মেয়েদের ইজ্জত বাঁচাতে তিনি অপারগ। তাই তাঁর পদত্যাগ করা উচিত।’ রাষ্ট্রপতিকে আক্রমণ করেই থেমে থাকেননি ওই তৃণমূল নেতা, বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার কেও এক হাত নিতে দেখা গেল তৃণমূলের এই ব্লক সভাপতিকে। তিনি বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার কোনও কাজ করেনি। ভাঁওতা দিয়ে এই সরকার চলছে।’ এদিনের প্রতিবাদ সভায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন।

Trinamool Congress : মোদীর কুশপুতুল দাহ! মণিপুরের ঘটনায় প্রতিবাদে পথে নামল যুব তৃণমূল
ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের এই বক্তব্যের পাল্টা কটাক্ষ করল বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন, ‘অনেক দিন আগেই রাষ্ট্রপতি সম্মান নষ্ট করেছে তৃণমূল নেতৃত্ব। এ রাজ্যের বিভিন্ন থানাতে মহিলা নিগ্রহের ঘটনা ঘটছে। তৃণমূল নেতারা আগে তাঁদের সুরক্ষার কথা চিন্তা করুন, তারপর দেশের রাষ্ট্রপতিকে নিয়ে কথা বলবেন। ওঁদের মুখে রাষ্ট্রপতিকে নিয়ে কোনও কথা মানায় না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *