Purba Medinipur : ২ মাস ধরে থমকে পড়ে ভাঙা সেতুর কাজ, পুনর্নির্মাণ দাবিতে সোচ্চার এলাকাবাসী – the work stopped after the death of the worker due to the collapse of the old bridge residents are protesting the demand for reconstruction


তাম্রলিপ্ত পুরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে শংকরআড়া খালের সঙ্গে যুক্ত নিকাশি খালের উপর ছিল একটি দীর্ঘ পুরনো সেতু। নতুন সেতু তৈরির আগে পুরনো সেতু ভাঙতে গিয়ে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। ওই ঘটনার পর কেটে গিয়েছে দু’মাস। কিন্তু তমলুকের শংকরআড়া এলাকায় কপাল মোচন ঘাটের কাছে খালের উপর পাকা সেতু এখনও তৈরি হয়নি। এর ফলে তমলুক শহরের উত্তর চড়া শংকর আড়া এবং দক্ষিণ চড়া শংকর আড়া এলাকার বাসিন্দাদের যাতায়াতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। দ্রুত যাতে ওই জায়গায় পাকা সেতু নির্মাণ করার কাজ শুরু করা হয় সেই দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

Berhampore Bypass Bridge : উত্তরবঙ্গে যাওয়া এখন আরও সহজ! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সচল বহরমপুর বাইপাস
স্থানীয় সূত্রে খবর, কপাল মোচন ঘাটের কাছে শংকর আড়া খালের সঙ্গে যুক্ত নিকাশী খালের উপর এই সেতু দিয়ে শহরের ১৪ ও ১৮ নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দারা প্রতিদিন শহরের বড়বাজার এবং অন্যান্য স্থানে যাতায়াত করতেন। দীর্ঘদিন ওই পুরনো সেতু ভগ্নপ্রায় হয়ে পড়ায় পুরসভার উদ্যোগে ওই একই জায়গায় নতুন সেতু তৈরির জন্য পথশ্রী প্রকল্পে প্রায় ৭২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল।

Kamarhati Municipality : জল নিকাশির সমস্যা মিটবে? উদয়পুর খাল নিয়ে বড় পদক্ষেপ কামারহাটি পুরসভার
ঠিকাদার নিয়োগ করে গত মে মাসে কাজ শুরু হয়, পুরনো সেতু ভাঙার সময় গত ১৬ই মে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনার পুরসভা তদন্তের নির্দেশ দিয়েছিল। ওই দুর্ঘটনার পরে প্রায় দু’মাস কেটে গেলেও নতুন সেতু নির্মাণের কাজ এখনও শুরু হয়নি। এর ফলে সমস্যায় পড়ছেন ওই এলাকার বাসিন্দারা। তবে এই বিষয়ে তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় বলেছেন, ‘সেচ দফতর ও পুর দফতরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায়।

Tamralipta Municipality : যথাযথ ভাবে খরচ হোক সাংসদ তহবিলের টাকা, পুরসভার দ্বারস্থ বিরোধী দল
এতদিন পঞ্চায়েত ভোট নিয়ে কিছু কিছু জায়গায় আটকে যেতে হয়েছিল, সেই কারণে দেরি হয়েছে। নাহলে এতদিনে সেতুর কাজ শেষ হয়ে যেত’। যদিও স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ‘যখন থেকে সেতুটি ভাঙল, আমরা সেই সময় থেকে আবেদন করে আসছি এটি ঠিক করার।

Baidyabati Municipality : বৈদ্যবাটি খালের ধারে নামছে ধস! ফাটল একাধিক বাড়িতে, আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের
কিন্তু প্রশাসনের থেকে কোনও সঠিক উত্তর পাইনি। পঞ্চায়েত ভোট ছিল মানছি। কিন্তু তাই বলে এরকম একটি গুরুত্বপূর্ণ সেতু ভগ্ন অবস্থায় পড়ে থাকবে, সেটা মেনে নেওয়া যায় না। পঞ্চায়েত ভোট তো শেষ, এবার দেখা যাক কবে এই সেতুর কাজ সম্পূর্ণ হয়’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *