Trinamool Congress : CPIM ছেড়ে তৃণমূলে যোগ জয়ী প্রার্থীর, বাম শুন্য আকাইপুর গ্রাম পঞ্চায়েত – panchayat candidate who won in panchayat election left cpim and joined tmc


পঞ্চায়েত ভোট পর্ব বেশ অনেকদিন মিটে গেলেও থামছে না দলবদল। এক দলে জিতে সেখান থেকে তৃণমূলে যোগদানে কোনও বিরাম নেই। এবার তৃণমূলে যোগ দিলেন আরও এক CPIM-এর জয়ী প্রার্থী। যার ফলে বাম শুন্য হল সেই গ্রাম পঞ্চায়েত। প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনে আকাইপুর গ্রাম পঞ্চায়েতে ৩০টির মধ্যে ১৭ টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল, ১১ টি তে BJP, CPIM একটি ও নির্দল একটিতে জয়লাভ করে। শনিবার দুপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে জোড়া ফুল পতাকা হাতে তুলে নিয়ে যোগদান করলেন আকাইপুর গ্রাম পঞ্চায়েতের মাটিহারা গ্রামের ৪২ নম্বর আসন থেকে CPIM-র জয়ী প্রার্থী হাসানুর মণ্ডল।

Trinamool Congress : তৃণমূলে যোগ সদ্য নির্বাচিত BJP-র পঞ্চায়েত সদস্যার, ভয় দেখানোর অভিযোগ বিরোধীদের
এই বিষয়ে সদ্য তৃণমূলে যোগদানকারী হাসানুর মণ্ডল বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এবং মাটিহারা গ্রামের মানুষের জন্য কাজ করার জন্য আমি তৃণমূলে যোগদান করেছি’। তিনি আরও বলেন, ‘বহুদিন আগে থেকেই আমার তৃণমূলে যাওয়ার ইচ্ছে ছিল। সেই কারণে CPIM -র থেকে জয়লাভ করে তৃণমূলে যোগদান করেছি যাতে করে মানুষের কাজ করতে পারি। মানুষের কাজ একমাত্র তৃণমূল কংগ্রেসই করে। রাজ্যের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে। সেই কারণেই আমার এই যোগদান।

BJP West Bengal : ১৪ দিনেই ভোলবদল! বাগদায় জয়ী প্রার্থীর যোগদান তৃণমূলে, ‘ভয়’ দেখানোর দাবি BJP-র
কারণ CPIM-এ থেকে আমি মানুষের জন্য কোনও কাজ করতে পারব না’। এই নিয়ে তৃণমূলে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিরিখে দাঁড়িয়ে হাসানুর মণ্ডল বারংবার আমাদের কাছে আবেদন করেছিলেন যে তিনি এই উন্নয়নের অংশ হতে চান। আমরা দেখেছি হাসানুল ভালো ছেলে কাজ করবে।

Trinamool Congress Joining: সকালে পর সন্ধ্যায় ফের ভাঙন, স্বরূপনগর ব্লকের জয়ী বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগদান
সেই কারণেই আমরা ওকে দলে নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্যই উনি আমাদের দলে এসেছেন। যাতে তিনি মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং মানুষের কাজ করতে পারেন। বিরোধী দলে থাকা মানুষ বুঝতে পারছেন যে রাজ্যের উন্নয়ন করতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়’।

Dakshin 24 Pargana : গড়তেই হবে পঞ্চায়েত বোর্ড! ৩ বিরোধী প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আর এই ঘটনায় CPIM শুন্য হল আকাইপুর গ্রাম পঞ্চায়েত। এই বিষয়ে বনগাঁ ব্লকের CPIM-র এরিয়া কমিটির সদস্য তাপস কুমার বিশ্বাস বলেন, ‘যাতে পঞ্চায়েতের দুর্নীতির কথা বিরোধীরা জানতে না পারেন সেই কারণে তৃণমূল সব পঞ্চায়েতকে ধীরে ধীরে বিরোধী শুন্য করছে। তৃণমূল নিজের দলের সদস্যদের উপরেই ভরসা করতে পারছে না বোর্ড গঠন করার ক্ষেত্রে। তাই সবাইকেই নিজেদের দিকে টানছে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *