কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শনিবার কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা এদিন থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭৪ শতাংশ।
শনিবার মুসলিমদের শোকের পরব মহরম। এদিন শহরে একাধিক কর্মসূচি রয়েছে। কিন্তু, আজও শহরে দিনভর বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আলিপুর।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া?
চলতি মরশুমে সেভাবে বৃষ্টিপাত পায়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। মৌসম ভবনের পূর্বাভাস ছিল, জুলাই মাসে দেশজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। কিন্তু, সেভাবে বৃষ্টি পায়নি তিলোত্তমা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি।
গত তিন দশকের তথ্য-পরিসংখ্যান অনুযায়ী, ১ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে শহরে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৩১৭ মিলিমিটার। সেই জায়গায় কলকাতায় এই বছর বৃষ্টি হয়েছে মাত্র ১২৯ মিলিমিটার। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৫৯ শতাংশ কম। আর এই বৃষ্টিপাতের ঘাটতির জন্য নির্দিষ্ট সিস্টেম তৈরি না হওয়াকেই দায়ী করছেন আবহাওয়াবিদদের একাংশ।
শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপেক্ষিক আর্দ্রতার আধিক্যর দরুন অস্বস্তি বাড়বে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দুর্বল হলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। উত্তর ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর শুক্রবার অবস্থান করছে নিম্নচাপটি। আজ তা ঘূর্ণাবর্তে পরিণত হতে চলেছে এবং তা পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে। এর ফলে আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে কিছু জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-এই জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টা একই পরিস্থিতি বজায় থাকবে। আপাতত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনও বড় বদলের সম্ভাবনা নেই।
একনজরে দেশের আবহাওয়া…
মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিকিম, ওডিশা, অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঝাড়খণ্ড এবং কোঙ্কনে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD।