জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত আইপিএল-এর (IPL 2023) পুরোটাই ছিল ‘মাহি ময়’। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) নিয়ে আবেগের বিস্ফোরণ দেখা গিয়েছিল দেশের প্রতিটি মাঠেই। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম তো বটেই, সঙ্গে কলকাতা, বেঙ্গালুরুর মতো স্টেডিয়ামও ভরে উঠেছিল ধোনির জার্সি এবং চেন্নাইয়ের হলুদ পতাকায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৯ সালেই সরে গিয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’ (Captain Cool)। বিশ্বকাপের (ICC World Cup 2019) সেমিফাইনালে নিউ জিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে হেরেই নীল জার্সিকে বিদায় জানিয়েছিলেন। তবে চালিয়ে যাচ্ছেন আইপিএল (IPL) খেলা। মাঠে গিয়ে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)প্রিয় তারকাকে বুক ভরা ভালোবাসা জানিয়ে এসেছেন তাঁর অনুরাগীরা।
আইপিএল শেষ হয়েছে বেশ কয়েকমাস হল। চেন্নাইয়ের পঞ্চম ট্রফি জয়, অধিনায়ক হিসেবে ধোনির পঞ্চম খেতাব জয়ের উদযাদপনও থেমেছে অনেক দিন হল। কিন্তু ধোনি ম্যানিয়ায় দেশ যে এখনও আক্রান্ত তা প্রমাণ হল ফের একবার। বিমানে প্রিয় ক্রিকেটারকে সামনে থেকে দেখে আবেগ চেপে রাখতে পারলেন না এক বিমানসেবিকা। তাঁর শিশুর মত উচ্ছ্বাস ধরা পড়েছে ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। এই ভিডিয়ো নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: Stuart Broad And Yuvraj Singh: ১৬ বছর পুরনো ছয় ছক্কার স্মৃতি নিয়ে এখনও মজে ব্রড-যুবরাজ
সম্প্রতি বিমানযাত্রা করেছিলেন ধোনি। মাঝ আকাশে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তাঁকে সামনে থেকে দেখতে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে ওঠেন এক বিমানসেবিকা। ঘুমন্ত ধোনির বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাননি তিনি। দূর থেকেই প্রাক্তন ভারত অধিনায়ককে ভিডিয়ো ক্যামেরায় বন্দী করেন তিনি। ধোনির কাছাকাছি গিয়ে নিজের সঙ্গে তাঁর ছবিও তোলেন। পুরোটা সময় বিমানসেবিকার ঠোঁটের কোণে লেগে থাকা হাসি প্রমাণ করে দিচ্ছিল, তিনি কতটা খুশি ছিলেন এই ‘হঠাৎ দেখায়।’ এই ভিডিয়ো সামনে আসার পর দুই ভাগে বিভক্ত নেটপাড়া। অনেকেই বেশ মজা পেয়েছেন বিমানসেবিকার উচ্ছ্বাস দেখে। আবার অনেকে বলছেন বিশ্রামরত সেলিব্রিটির ব্যক্তিগত পরিসরে প্রবেশ করে ঠিক করেননি বিমানসেবিকা।
এর দিনকয়েক আগেও বিমানে ধোনির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিলো। তখন রাঁচিতে ফিরছিলেন তিনি। ফ্লাইটের বিমানসেবিকারা প্রাক্তন ভারত অধিনায়ককে চকলেট উপহার দেন মাঝ আকাশে। আইপ্যাডে সেই সময় ক্যান্ডি ক্রাশ গেম খেলছিলেন ধোনি। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে হু হু করে বেরে গিয়েছিলো ক্যান্ডি ক্রাশ গেম ডাউনলোডের সংখ্যা।