ঢাকুরিয়ায় নৃশংস খুন! মাত্র ৫ টাকার জন্য পিটিয়ে মারা হল সুশান্ত মন্ডলকে…| Dhakuria Murder a man was beaten to death by a shopkeeper because he has lack of 5 rupees


Dhakuria Murder, পিয়ালি মিত্র ও রণয় তিওয়ারি: রবিবাসরীয় দুপুরে যখন কলকাতার অধিকাংশ বাঙালি ছুটির মেজাজে তখনই এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল খাস কলকাতার বুকে। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ব্রিজ সংলগ্ন একটি মদের দোকানে মদ কিনতে এসেছিলেন সুশান্ত মন্ডল, নামের এক ব্যক্তি। ২৩ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায় ঐ ব্যক্তির সঙ্গে দোকানের কর্মীর প্রথমে কথা কাটাকাটি হয়, তারপরেই শুরু হয় হাতাহাতি। দোকানের এক কর্মী দরজা খুলে এসে বেধড়ক মারতে শুরু করেন পেশায় গাড়ির চালক ওই ব্যক্তিকে। মারের চোটে মৃত্যু হয় ঐ ব্যক্তির। কিন্তু কী কারণে এই বচসা? কেনই বা বচসার জেরে এই নৃশংস মারধর? কারণটা রীতিমতো শিউরে ওঠার মতো।

আরও পড়ুন- Buddhadeb Bhattacharya Hospitalised: মেকানিক্যাল ভেন্টিলেশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী..

জানা যাচ্ছে, মাত্র ৫ টাকা না দিতে পারার কারণে সুশান্ত মন্ডলের উপর চড়াও হন মদের দোকানের ঐ কর্মচারী। হ্যাঁ! ঠিক পড়েছেন, মাত্র ৫ টাকা কম থাকার কারণে ঐ ব্যক্তিকে পিটিয়ে মারেন মদের দোকানের কর্মচারী প্রবীর দত্ত ওরফে টিঙ্কু। সিসিটিভিতে দেখা যাচ্ছে কথা কাটাকাটি হচ্ছে দুজনের। তারপরেই দোকানের ওই কর্মী দরজা খুলে প্রথমে তাঁর হাত ধরে টানেন, তারপরেই মাথায় ও পিঠে বেধড়ক মারতে শুরু করেন। আশেপাশে উপস্থিত ব্যক্তিরা যেন নির্বিকার! মার থামার আগেই বিষয়টি বেরিয়ে যায় হাতের বাইরে। পরে হাসপাতালে মৃত্যু হয় ঐ আক্রান্তের। এই ঘটনাকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ঢাকুরিয়ায়। ভাঙচুর করা হয় দোকান, অবরোধ করা হয় রাস্তাও। এলাকায় ছড়িয়েছে অশান্তি। তুমুল ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। আসেন কাউন্সিলার চৈতালী চট্টোপাধ্যায়। ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রবীর দত্ত ওরফে টিঙ্কু ও প্রসেনজিৎ বৈদ্যকে। মৃতের পরিবারের দাবি, আজ দুপুরবেলা সুশান্ত মন্ডল মদ কিনতে আসেন। সেই সময় তাঁর কাছে মোট দামের থেকে ৫ টাকা কম ছিল। সেই ৫ টাকা কম থাকার কারণেই শুরু হয় বচসা ও তারপরেই বেধড়ক মার। ২৩ সেকেন্ডের হাড়হিম করা সেই ভিডিয়োতে দেখা যায় ৫ টাকার জন্য কীভাবে ঐ দোকানের কর্মচারী অমানুষিকভাবে মারছেন সুশান্তকে। যা দেখে কার্যত স্তম্ভিত সকলেই। ইতোমধ্যেই পুলিস গ্রেফতার করেছে, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারাতে মামলাও রুজু করা হচ্ছে, পুলিস তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-Kolkata Murder: দিনেদুপুরে কলকাতায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন!

সুশান্ত মণ্ডলের স্ত্রী সোমা মন্ডল জানান, ঢাকুরিয়া ট্যাক্সি স্ট্যান্ডের সেক্রেটারি পদে ছিলেন তিনি।নিজের ট্যাক্সি রয়েছে।এছাড়া একজন মহিলা চিকিৎসকের গাড়িও চালাতেন তিনি। আজ রবিবার সন্ধ্যে ৬টা নাগাদ ডিউটি তে জয়েন করার কথা ছিল তাঁর। মৃতের স্ত্রী আরও বলেন, সকালে বাজার করে আনে সুশান্ত।স্বামী, স্ত্রী একসঙ্গে জল খাবার খান।এরপর বাড়ি থেকে বের হন সুশান্ত। দুপুর সাড়ে ১২টা নাগাদ একবার সুশান্ত বাবুর সঙ্গে ফোনে কথাও বলেন তাঁর স্ত্রী। ফোনের ওপার থেকে স্ত্রীকে জানান, বাড়ি ফিরে যাবেন তিনি।পরে দুপুরের দিকে শুনতে পান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সুশান্ত বাবুকে।হাসপাতালে গিয়ে দেখেন মৃত্যু হয়েছে সুশান্ত বাবুর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *