ব্রহ্মযোগে ভাগ্যের বিপুল উন্নতি এই রাশির জাতকদের, অর্থনৈতিক সমৃদ্ধিতে উজ্জ্বল…Brahma Yoga Lord Brahma Bestows His Gifts Upon These Zodiacs with financial gains and prosperity


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রহ্ম যোগের সমস্ত প্রভাব কখনই কোনও একজন ব্যক্তির জন্মতালিকায় সম্পূর্ণরূপে পাওয়া যায় না। তবে জ্যোতিষীরা বলে থাকেন, ব্রহ্ম যোগ আংশিকভাবে বিকশিত হলেও সংশ্লিষ্ট জাতক-জাতিকা জীবনে বিপুল সম্মান অর্জন করেন।

বৃহস্পতি, শুক্র এবং বুধ যথাক্রমে নবম এবং এগারোতম ঘরে থাকলে এই যোগ গঠিত হয়। যিনি ব্রহ্ম যোগের ফল লাভ করেন তিনি জীবনে নানা ভাবে এর শুভ অস্তিত্ব টের পান। আনন্দ অনুভব করবেন। জ্ঞানীরা তাঁকে সম্মান করে। এমনকি তাঁর পরিসরটাও খুব উন্নত, পরিশীলিত থাকে। এঁদের সামাজিক যোগাযোগ খুব ভালো হয়।  এঁরা বিলাস-ব্যসন পছন্দ করেন এবং তা এই যোগের জেরে তা উপভোগও করতে পারেন। এঁদের বিশ্বাস খুব দৃঢ় হয়। এঁরা সদা-অনুসন্ধিৎসু থাকেন।

আরও পড়ুন: ১০০ বছর পরে চার রাজযোগ একসঙ্গে! সৌভাগ্যের সুনামিতে ভেসে যাবেন কোন কোন রাশির জাতক?

বৃষ রাশি

ব্রহ্ম যোগে এই রাশির জাতকদের মন সদা আনন্দে থাকবে। এ সময়ে সঙ্গীর সঙ্গে নিজের মনের কথা আলোচনা করা উচিত হবে এঁদের। দীর্ঘদিন ধরে ভুগছেন এমন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে এঁদের এই সময়ে মুক্তি মিলবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকলে। ব্রহ্ম যোগের জেরে এঁদের ঘরে সুখ-সমৃদ্ধি আসবে।

মিথুন রাশি

ব্রহ্ম যোগের সূত্রে মিথুন রাশির দিনগুলি সুখে ভরে উঠবে। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত তাঁদের জন্য সুখবর।  ব্যবসায়ীদের পক্ষে শুভ। সম্পত্তিলাভের যোগ।

কর্কট রাশি

এই রাশির জাতকদের সব বিষয়েই একটু সাবধানে ভেবে-চিন্তে দেখে-শুনে চলতে হবে। বিনিয়োগের জন্য সময়টা শুভ, তবে অভিজ্ঞের পরামর্শ নিন।

তুলা রাশি

ব্রহ্ম যোগ তুলা রাশির জাতকদের জন্য বয়ে আনবে আনন্দের আবহ। এঁদের আটকে থাকা কাজ হয়ে যেতে পারে, গুরুত্বপূর্ণ কাজও যথাসময়ে হবে। অভিনয়শিল্পের সঙ্গে যাঁরা জড়িত তাঁদের জন্য সুখবর। রাশির জাতকদের বিবাহিত জীবন মধুর হবে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা।

আরও পড়ুন: Aji Charapita: কোটিপতি হতে পারেন সামান্য লঙ্কা চাষ করেই! এই ঝাল পছন্দ করতেন আরব-বাদশারা…

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জন্য ব্রহ্ম যোগ নানা ভাবে ফলদায়ক হবে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। অবিবাহিতদের বিবাহযোগ। পারিবারিক জীবন সুখের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *