Saumitra Khan: ফিরছেন না সৌমিত্র খাঁ, তৃণমূলে যোগদানের জল্পনা ওড়ালেন নিজেই


মৃত্যুঞ্জয় দাস: তৃণমূলে যোগদানের জল্পনা ওড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার জল্পনা ওড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ দিল্লীতে গোপনে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন এই দাবী করা হয় বিভিন্ন মহল থেকে। আরও দাবি করা হয় যে তিনি তৃণমূলে ফিরতে পারেন।

আরও পড়ুন: Khardaha Police Station: বধূ নির্যাতনের তদন্তে নেমে বৃদ্ধ দম্পতির উপর ‘দাদাগিরি’! ক্লোজ খরদহ থানার সাব ইন্সপক্টর

তবে সেই সম্ভাবনা একেবারেই নস্যাৎ করে দিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ নিজে। সৌমিত্র খাঁ বলেন ২০১৯ সালে বিজেপিতে যোগদানের পর থেকে এমন মাঝে মাঝেই রটে যায় যে সৌমিত্র খাঁ অন্য কোনও দলে চলে যাচ্ছেন। এসবই ভ্রান্ত ধারণা বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘আমি দলের কাজ করে যাচ্ছি’। লোকসভা নির্বাচনে বিজেপি-র সম্ভাবনা প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, ‘বাংলায় আমরা ৩৫টি আসনের লক্ষমাত্রা রেখেছি। আমার ধারণা ২২টি-র বেশি আসনে বিজেপি জয়লাভ করবে’।

আরও পড়ুন: Housewife Death: ক্রমাগত হুমকি দিচ্ছিল সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া প্রেমিক, চরম পথ বেছে নিল গৃহবধূ

সৌমিত্র খাঁর এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা পরিষদ সদস্যা সুজাতা মন্ডল। তিনি বলেন, ‘বিজেপি-র অনেকে পদ হারাচ্ছেন। কে টিকিট পাবেন, কে পাবেন না তা নিয়ে দোলাচলে রয়েছেন। তাই তাঁরা তৃনমূলে আসার চেষ্টা করছেন। কিন্তু তাঁদের মতো আবর্জনাদের জায়গা তৃণমূলে হবে না’।

অন্যদিকে সৌমিত্র খাঁর দাবী করা ২২টি আসন নিয়েও এদিন কটাক্ষ করেছেন সুজাতা মন্ডল। তাঁর দাবী, ‘অমিত শাহ বলছেন ৩৫টি আসন পাবেন। সৌমিত্র খাঁ বলছেন ২২টি আসন পাবেন। আগে তাঁরা ঠিক করুন কতগুলি আসন তাঁরা পাবেন’। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *