কবে থেকে খুলছে হাওড়া মঙ্গলা হাট? ব্যবসায়ীদের খুশির খবর দিলেন ফিরহাদ


Howrah Mangla Haat খুলছে আগামী সোমবার থেকে। এমনটাই জানালেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পুজোর মুখে হাট খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ায় খুশি ব্যবসায়ীরা। সোমবার বিকেলে অগ্নিদগ্ধ হাট এলাকা পরিদর্শন করে এই কথা জানান ফিরহাদ হাকিম। গত ২০ শে জুলাই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় হাওড়ার পোড়া মঙ্গলা হাট। ভস্মীভূত হয়ে যায় প্রায় তিনহাজার দোকান।কবে আবার শুরু করতে পারবেন ব্যবসা এই নিয়ে উদ্বেগ বাড়ছিলো ব্যবসায়ীদের। পরের দিন ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Howrah Mangla Haat : ১০ দিনেও সরেনি মঙ্গলাহাটের ধ্বংসস্তূপ! সংসার টানব কীভাবে? প্রশ্ন ক্ষুব্ধ ব্যবসায়ীদের
আজ, সোমবার ঘটনাস্থলে এসে সভা করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। ফিরহাদ হাকিম মঞ্চ থেকে বলেন, ‘পনেরো দিন পর যাতে ব্যবসায়ীরা বসতে পারেন এই ব্যবস্থা করা হচ্ছে।’ তখনই ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, সামনের সোমবার থেকে তাদের ব্যবসা করার ব্যবস্থা করতে হবে।

Yatri Sathi App : &amp#39;যাত্রী সাথী&amp#39; অ্যাপে অমিল হলুদ ট্যাক্সি! হাওড়া স্টেশনে চরম ভোগান্তি
এরপর মন্ত্রী আশ্বাস দেন সামনের সোমবার থেকেই ধাপে ধাপে খুলবে মঙ্গলা হাট। তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় ঘোষণা করেছেন হাটের মালিক যদি নতুন করে হাট কমপ্লেক্স তৈরি না করে তাহলে রাজ্য সরকার এই জায়গা অধিগ্রহণ করে বিল্ডিং তৈরী করে দেবে ব্যবসার জন্য। ব্যবসায়ীরা অন্য কোনো জায়গায় যেতে রাজী নন। তাই এখানেই নতুন বিল্ডিং তৈরী হবে।

Howrah News : সাপ ধরাই নেশা! শ্যামপুরের মূক-বধির অর্পণকে নিয়ে তুঙ্গে চর্চা
মন্ত্রীর এই দুর্ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন মন্ত্রী। কথা বলে আশ্বাস দেন ব্যবসায়ীদের পাশে থাকার। তার আশ্বাসে খুশী ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী জানান, যত দ্রুত হাট খুলবে, ততো আমাদের মঙ্গল। রুজিরুটির সংস্থান হারিয়ে বেজায় সমস্যায় পড়েছে ব্যবসায়ীরা। যদিও সোমবার সকালে হাট খুলতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।

Yatri Sathi App : হাওড়ায় বন্ধ হল ‘প্রি-পেড ট্য়াক্সি’! ‘ভবানীপুর পাঁচশো’! যেমন খুশি দর!

Howrah Mangla Haat-এ নতুন করে উত্তেজনার তৈরি হয় সোমবার সকালে। পোড়া মঙ্গলাহাটের ব্যবসায়ীরা এদিন থেকেই ব্যবসা শুরুর কথা বলেন ব্যবসায়ীরা। ব্যবসার কাজ শুরু করতে গেলে উত্তেজনা তৈরি হয়। পরে ব্যবসায়ী সমিতির হস্তক্ষেপ করে। আজ, সোমবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয় ব্যবসায়ী সমিতির তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *