আজ, সোমবার ঘটনাস্থলে এসে সভা করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। ফিরহাদ হাকিম মঞ্চ থেকে বলেন, ‘পনেরো দিন পর যাতে ব্যবসায়ীরা বসতে পারেন এই ব্যবস্থা করা হচ্ছে।’ তখনই ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, সামনের সোমবার থেকে তাদের ব্যবসা করার ব্যবস্থা করতে হবে।
এরপর মন্ত্রী আশ্বাস দেন সামনের সোমবার থেকেই ধাপে ধাপে খুলবে মঙ্গলা হাট। তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় ঘোষণা করেছেন হাটের মালিক যদি নতুন করে হাট কমপ্লেক্স তৈরি না করে তাহলে রাজ্য সরকার এই জায়গা অধিগ্রহণ করে বিল্ডিং তৈরী করে দেবে ব্যবসার জন্য। ব্যবসায়ীরা অন্য কোনো জায়গায় যেতে রাজী নন। তাই এখানেই নতুন বিল্ডিং তৈরী হবে।
মন্ত্রীর এই দুর্ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন মন্ত্রী। কথা বলে আশ্বাস দেন ব্যবসায়ীদের পাশে থাকার। তার আশ্বাসে খুশী ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী জানান, যত দ্রুত হাট খুলবে, ততো আমাদের মঙ্গল। রুজিরুটির সংস্থান হারিয়ে বেজায় সমস্যায় পড়েছে ব্যবসায়ীরা। যদিও সোমবার সকালে হাট খুলতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।
Howrah Mangla Haat-এ নতুন করে উত্তেজনার তৈরি হয় সোমবার সকালে। পোড়া মঙ্গলাহাটের ব্যবসায়ীরা এদিন থেকেই ব্যবসা শুরুর কথা বলেন ব্যবসায়ীরা। ব্যবসার কাজ শুরু করতে গেলে উত্তেজনা তৈরি হয়। পরে ব্যবসায়ী সমিতির হস্তক্ষেপ করে। আজ, সোমবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয় ব্যবসায়ী সমিতির তরফে।