‘রাহুলজির মহব্বত কা দুকান’-এ টমেটো ৪০, আদা ৭০ টাকা কেজি! সবজির দাম নিয়ে প্রতিবাদ দুর্গাপুরে


Durgapur-এর এক দোকানে বিক্রি হচ্ছে ৪০ টাকা কিলো দরে টমেটো, রসুন এবং কাঁচা লঙ্কা ১০০ টাকা দরে এবং ৭০ টাকা কেজি দরে আদা বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, সপ্তাহের শুরুর দিনেই এমন সুলভ দোকানের সন্ধান মিলল Durgapur-এ। দোকানের নাম, ‘রাহুলজির মহব্বত কা দুকান’। সবজির দাম নিয়ে অভিনব প্রতিবাদ স্থানীয় কংগ্রেস নেতৃত্বের।

Durgapur Steel Plant : দুর্গাপুর স্টিল প্ল্যান্ট অফিসে ধুন্ধুমার, স্থানীয়দের বিক্ষোভ রুখতে নামল কমব্যাট ফোর্স
সোমবার দুর্গাপুর আশীষ মার্কেটে যুব কংগ্রেসের পক্ষ থেকে রবিবার ‘রাহুলজির মহব্বত কা দুকান ‘ খোলা হয়। রাজ্যে আনাজপাতি’র মূল্য বৃদ্ধির কারণে প্রতিবাদে দেখানো হয়। সেখানে টমেটো, লঙ্কা, আদা ও রসুন স্বল্প মূল্যে বিক্রি করা হয়। ‘রাহুলজির মহব্বত কা দুকান ‘এর অস্থায়ী স্টলের পাশে খোলা হয় ‘মোদিজির আচ্ছা দিন কা দুকান’।

Drinking Water Crisis : নেই পানীয় জলের ব্যবসা, অণ্ডালে ECL-এর গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের
সেই দোকানে বর্তমান বাজারে সবজির অগ্নিমূল্য তুলে ধরা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী সহ যুব কংগ্রেসের নেতাকর্মীরা। দেবেশ চক্রবর্তী বলেন, ‘টমেটো, লঙ্কা, আদা ও রসুন সহ আনাজপাতি’র মূল্য বৃদ্ধি’র জন্য দায়ী রাজ্য ও কেন্দ্র সরকার। চাষীরা কষ্ট করে চাষ করে ন্যায্য মূল্য পাচ্ছেন না।’

Durgapur News : ভোট BJP-র ঝুলিতে! বেহাল রাস্তা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ গ্রামবাসীদের পথ অবরোধ
সকাল থেকে এরকম দোকানে ভিড় জমান ক্রেতারা। অভিনব এই প্রতিবাদ দেখে অবাক হয়ে যান অনেকেই। এক ক্রেতা বলেন, ‘অভিনব কায়দায় এরকম প্রতিবাদ করা হচ্ছে। বাজারের যা অগ্নিমূল্য তার জন্য এরকম প্রতিবাদ করাটা প্রয়োজন ছিল। রাজনীতির রং না দেখে নিত্য প্রয়োজনীয় এই জিনিসের দাম কমানোর ব্যাপারে দেখা উচিত।’

Vegetable Price Hike : অগ্নিমূল্য সবজি, টাস্ক ফোর্সের হানায় কমবে কি দাম?

যদিও, কংগ্রেসের তরফে এই প্রতিবাদকে আমল দিতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতৃত্বের কথায়, রাজ্যে এই সমস্ত সবজির দাম নিয়ন্ত্রণ করার কথা রয়েছে রাজ্য সরকারের। রাজ্য সরকার এই জিনিসের দাম নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা করছে না। উল্টে প্রচুর কালো বাজারি হচ্ছে। চাষিরা সঠিক দাম পাচ্ছে না। কংগ্রেসের উচিত, রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করার বলে জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব।
তবে, এই ধরনের প্রতিবাদের মাঝেও ভিড় জমান ক্রেতারা। কমদামী দোকানে সকলের বাজারটা সেরে নেন অনেকেই। সবজির দাম যে মানুষের নিত্য দিনের জীবনে অনেকটাই প্রভাব ফেলছে, এটা নিয়ন্ত্রণ করা উচিত বলে মনে করছেন সকলেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *