রোগী মৃত্যুর ঘটনায় ভাঙচুর! চিকিৎসকদের মারধরের অভিযোগ, তুলকালাম মালদা জেলা হাসপাতালে


সাপের কামড়ে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা Malda Medical College & Hospital-এ। হাসপাতালের পাঁচ জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি, রোগীর আত্মীয়রা হাসপাতাল চত্বরে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদে মালদা হাসপাতালে রবিবার রাতে কর্মবিরতি পালন করেন জুনিয়র ডাক্তাররা।

Malda News : অপর্যাপ্ত বৃষ্টিতে নেই জলোচ্ছ্বাস! মন খারাপ মালদার &amp#39;মিনি দিঘা&amp#39;র পর্যটকদের
স্থানীয় সূত্রে জানা যায়, সাপে কাটা রোগীর মৃত্যুর ঘটনায় ভাঙচুর করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাঁচজন জুনিয়র ডাক্তারকে মারধর করার অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। তুলকালাম মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মারধরের ঘটনার প্রতি প্রতিবাদ জানিয়ে রবিবার রাত্রে কর্ম বিরতি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা হাসপাতালে জরুরি বিভাগের সামনে বসে তাঁরা প্রতিবাদ দেখান। পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি ছুটে যান মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি পুরঞ্জয় সাহা।

Malda News: কলমের খোঁচায় ওষুধের দাম বেড়ে তিনগুণ! &amp#39;বিশিষ্ট ডাক্তারবাবু&amp#39;-র কীর্তি ফাঁস
জুনিয়র চিকিৎসকের হামলার ঘটনায় ইতিমধ্যে ইংরেজ বাজার থানার পুলিশ অভিযুক্ত চারজনকে আটক করেছে। তবে চিকিৎসা ব্যবস্থা কোনও বিঘ্ন ঘটেনি। সিনিয়র চিকিৎসকরা রোগীদের চিকিৎসা পরিষেবা চালিয়ে যায় বলে জানানো হয়। এই ঘটনায় জুনিয়ার চিকিৎসকরা নিরাপত্তার দাবি জানায়। পাশাপাশি তাঁদের অভিযোগ, হাসপাতালে বহিরাগতরা যখন তখন ঢুকে যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে সেখানে সিভিক পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

Malda Fire Accident : ইংরেজবাজারের বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
জানা গিয়েছে, মৃত ওই রোগীর নাম রুপলাল ঘোষ বয়স ৪০ বছর। তাঁর বাড়ি পুরাতন মালদা নল ডুবি এলাকায়। রবিবার সন্ধ্যা বেলা তাঁকে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আনা হয়। চিকিৎসার চলার পরই তাঁর মৃত্যু ঘটে। রোগীর আত্মীয়দের দাবি দীর্ঘক্ষণ তাদের রোগীকে ওয়ার্ডে চিকিৎসা না করে ফেলে রাখা হয়েছিল।

Malda Medical College: সবুজ রঙের মোড়ক, রাস্তা পৌঁছবে হাসপাতালের অন্দরে

এই বিষয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এমএসভিপি পুরঞ্জয় সাহা জানান, সাময়িকভাবে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেছিল তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসা পরিষেবার স্বাভাবিক চলছে। রোগীর আত্মীয়রা ডাক্তারদেরকে মেরেছে বলে অভিযোগ। যদিও পুলিশ আসতে একটু দেরি হয়েছে। তবে এই বিষয়ে পুলিশকে আমরা আরও নিরাপত্তা বাড়ানোর জন্য হাসপাতালে বলেছি।
চিকিৎসকের মারধরের ঘটনায় রীতিমত পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। রোগীর আত্মীয়রা খানিকটা দেরি করেই মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রোগীকে নিয়ে এসেছিলেন তবে চিকিৎসার কোনও গাফিলতি হয়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *