১০ দিনেও সরেনি মঙ্গলাহাটের ধ্বংসস্তূপ! সংসার টানব কীভাবে? প্রশ্ন ক্ষুব্ধ ব্যবসায়ীদের


Howrah Mangla Haat-এ নতুন করে উত্তেজনার সৃষ্টি হল সোমবার সকালে। এদিন পোড়া মঙ্গলাহাটের ব্যবসায়ীরা সোমবার থেকেই ব্যবসা শুরু করতে গেলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে ব্যবসায়ী সমিতির হস্তক্ষেপে আজ, সোমবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাটে বসবেন কিনা তা সিদ্ধান্ত নেওয়া হবে।

Howrah News : সাপ ধরাই নেশা! শ্যামপুরের মূক-বধির অর্পণকে নিয়ে তুঙ্গে চর্চা
উল্লেখ্য, গত ২০ জুলাই গভীর রাতে Howrah Mangla Haat-এর একাংশ বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলাহাটের ওই অংশে চার হাজারের বেশি দোকান ভষ্মীভূত হয়ে যায়। পুজোর মুখে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন হাটের ছোট বড় ব্যবসায়ীরা। গত একুশে জুলাই বিকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত মঙ্গলাহাট পরিদর্শন করেন।

Howrah Bangeshwar Temple : হাওড়ার এই মন্দিরেই মিলবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন, শ্রাবণে ভক্তদের ঢল
সেখানে তিনি পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দেন। জেলাশাসকের নেতৃত্বে সেই কমিটি কাজ করেছে। আগে ঠিক হয়েছিল, হাটের যে অংশ পুড়ে গিয়েছে, সেখান থেকে যাবতীয় জঞ্জাল সরিয়ে দেওয়া হবে যাতে সোমবার থেকে ছোট ছোট ব্যবসায়ীরা ফের বিক্রিবাটা শুরু করতে পারেন।
কিন্তু আজ, সোমবার সকালে ব্যবসায়ীরা এসে দেখেন জঞ্জালের স্তূপ এখনও সরানো হয়নি। সেই কারণে ব্যবসায়ীদের একাংশ ক্ষুব্ধ হন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় শনিবার মহরম এবং রবিবার ছুটি থাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ পুরোপুরি শেষ করা যায়নি। এক আধিকারিক জানান, ‘আমরা দ্রুত জঞ্জাল সরানোর ব্যবস্থা করছি।’

Health Centre : চিকিৎসায় পরিষেবায় লেটার মার্কস, হাওড়ার স্বাস্থ্যকেন্দ্রকে বিশেষ স্বীকৃতি কেন্দ্রের
হাটের ব্যবসায়ীদের একাংশ দাবি, হাটের যে অংশ পুড়ে যায়নি সেখানে তাদের ব্যবসা করার অনুমতি দিতে হবে। কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। এই নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বচসা হয়। তবে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা প্রশাসনের পাশে রয়েছেন।

Nawsad Siddique Visits Mangala Haat : ‘টাউনশিপ বানাবে বলেই আগুন’! মঙ্গলাহাটে ‘ভাইজান!

Howrah Mangla Haat-এর ব্যবসায়ীরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই জঞ্জাল দ্রুত সরাতে চান। যাতে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে হাট চালু করা যায়। এই নিয়ে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন কার্যত ওই বৈঠকের দিকেই তাকিয়ে আছেন ব্যবসায়ীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *