Chandrayaan 3 Update: দুর্গাপুরে উড়ল চন্দ্রযান ৩! আকাশের দিকে হাঁ করে তাকিয়ে স্থানীয়রা – durgapur youth choton ghosh made a replica of chandrayaan 3 and launched it


১৪ জুলাই চন্দ্রযান ৩-র সফল উৎক্ষেপণ করেছে ISRO। চাঁদের দিকে ক্রমশ এগিয়ে চলেছে চন্দ্রযান ৩। এরমধ্যেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ঘটল এক অবাক করা ঘটনা। দুর্গাপুরের আকাশে উড়ল এবার চন্দ্রযান ৩। শুনতে অবাক লাগলেও এক যুবকের হাত ধরে বাস্তবে এমনটাই হয়েছে।

মজার ছলে হলেও চন্দ্রযান ৩ উড়িয়ে অবাক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন দুর্গাপুরের গোপাল মাঠের যুবক মনু। কিছুদিন আগেই ১০ আসনের বাইক বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন এই যুবক। এবার চন্দ্রযান ৩-এর ক্লোন বানিয়ে ফের চর্চায় ছোটন ঘোষ ওরফে মনু। তাঁর এই কীর্তির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ফের এই নিয়ে চর্চা শুরু হয়েছে।

Chandrayaan-3 Update: ঘড়ির কাঁটা ১২টা পেরলেই চাঁদের দুয়ারে, চন্দ্রযান-৩-এর কপালে আজ কী নাচছে?
মনু পেশায়ে ফুলের সাজসজ্জার ব্যবসায়ী। তাঁর এই কীর্তিতেই এখন গোটা দুর্গাপুর জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। মনুর বানানো চন্দ্রযানের রেপ্লিকা চাঁদ অবধি পৌঁছতে পারবে না ঠিকই। তবে চন্দ্রযান ৩ এর রেপ্লিকা আকাশে উড়তে পারে ৩০ ফুটেরও বেশি। থার্মোকল, রড, প্লাইবোর্ড, রড, কোল ফায়ার প্রভৃতি উপাদান দিয়ে মনু বানিয়ে ফেলেছেন অবিকল চন্দ্রযান ৩ এর মত দেখতে একটি ছোট্ট রেপ্লিকা বানিয়েছেন এই যুবক। ভিতরে রয়েছে তিনটি ছোটো সিলিন্ডারও। তাতে অগ্নি সংযোগ করলেই মনুর বানানো চন্দ্রযান উড়ে যাবে আকাশের দিকে।

Chandrayaan 3 Landing Date : কবে’চাঁদের বাড়ি’-র চৌকাঠে প্রবেশ চন্দ্রযান-৩-এর ? জানা গেল দিনক্ষণ
ইসরো চন্দ্রযান ৩ উৎক্ষেপণ অভিযান সফল হলে, গর্বে বুক চওড়া হবে প্রত্যেক ভারতবাসীর। দেশের এই সাফল্যে উৎজীবিত হয়ে শুধুমাত্র আনন্দের জন্য মনু ও তার সহযোগীরা বানিয়েছে এই উড়ন্ত যান। আর গোপালমাঠের বাসিন্দারাও মনুর বানানো চন্দ্রযান দেখে খুশি। স্থানীয় বাসিন্দারা ভিড় জমাচ্ছেন মনুর এই চন্দ্রযান ৩ দেখতে।

অন্যদিকে চন্দ্রযান ৩ উৎক্ষেপণের পর কেটে গিয়েছে ১৫ দিন। এই ক’দিন চাঁদের কক্ষপথে ঘুরপাক খেয়েছে ইসরোর তৈরি করা এই চন্দ্রযান। চন্দ্রযান-৩ মিশন যদি সফল হয় তবে গোটা বিশ্বের সামনে একদিয়ে যেমন ভারতের মাথা উঁচু হবে, তেমনভাবেই দেশের অর্থনীতির হালহকিকত বদলে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Chandrayaan-3 Update Today : পৃথিবী ছেড়ে চাঁদের ‘গৃহপ্রবেশ’! জেনে নিন ট্রান্সলুনার ইঞ্জেকশন কী?
১৫ দিন পৃথিবীর কক্ষপথে ঘুরপাক খাওয়ার পর এবারে চাঁদের দিকে এগিয়ে যাওয়ার পালা। চাঁদের দিকে চন্দ্রযানকে ঠেলে দেওয়ার পালা ক্রমশ এগিয়ে আসছে। জানা গিয়েছে ১ অগাস্ট, মঙ্গলবার ট্রান্সলুনার ইঞ্জেকশনের চন্দ্রযান ৩-কে চাঁদের কক্ষপথের দিকে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে। রাত ১২টা থেকে ১টার মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে ইসরো। ২৮ থেকে ৩১ মিনিট ধরে চলবে এই প্রক্রিয়া। এই পদ্ধতির পর প্রোপালশান মডিউলের ইঞ্জিনগুলি ক্রমশ গতি বাড়াতে শুরু করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *