Hooghly News : ‘বদমাইশ’ বলার জের, বাড়িওয়ালা ভাড়াটে দ্বন্দ্বে মাথা ফাটল মহিলার – complaint against landlord for beating tenant in chinsurah area


চরমে উঠল ভাড়াটে ও বাড়িওয়ালার বিবাদ। আর তারপর বাড়িওয়ালাকে ভাড়াটে ‘বদমাইশ’ বলায় মহিলা ভাড়াটেকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাড়িওয়ালার বিরুদ্ধে। আহত ভাড়াটে ভর্তি রয়েছেন হাসপাতালে। হুগলি জেলার চুঁচুড়া তালডাঙা বুড়োশিবতলা এলাকায় সুরজিৎ দাসের বাড়িতে গত এক বছর ধরে বৃ্দ্ধা মা’কে নিয়ে ভাড়া থাকেন শ্বেতা লাহিড়ী।

শ্বেতা আয়ার কাজ করেন। গতকাল তিনি কাজে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন তাঁর মা ও দিদি। বাড়িওয়ালা কয়েকজন লোককে নিয়ে তাঁর ঘরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। গেট বন্ধ থাকায় পাঁচিল টপকে ভিতরে ঢোকে বলে অভিযোগ। শ্বেতার দাবি, বাড়ি ভাড়া নিয়ে বাড়িওয়ালার সঙ্গে সমস্যা ছিল।

North 24 Pargana : কাজের উদ্দেশ্যে গুজরাট পাড়ি, সন্দেশখালির যুবকের নিখোঁজের ঘটনায় বাড়ছে রহস্য
তাই তিনি কাজে গেলে দরজা বন্ধ রাখতে বলে যান মা ও দিদিকে। দিদির ফোন পেয়ে দ্রুত বাড়ি ফেরেন শ্বেতা। দেখেন বাড়িওয়ালা বাড়ি বিক্রি করবেন বলে লোক নিয়ে এসেছেন। পাঁচিল টপকে ভিতরে ঢোকায় বাড়িওয়ালা সুরজিৎ দাসকে ভাড়াটে বলেন ‘আপনি বদমাইশ লোক। আমার মা অসুস্থ আমাকে ফোন না করে আপনি কেন জোর করে বাড়িতে ঢুকলেন।’

এই কথা বলতেই বাড়ির মালিক প্রথমে গলা টিপে ধরেন, তারপর একটি মার্বেলের টুকরো দিয়ে শ্বেতার মাথায় আঘাত করেন বলে অভিযোগ। মাথা ফেটে রক্ত পরতে থাকে শ্বেতার। সেই অবস্থায় চুঁচুড়া থানায় যান শ্বেতা। থানায় অভিযোগ করেন। পুলিশ তাঁকে চিকিৎসা করাতে বললে তিনি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি হন।

Hooghly News : ‘বাবার প্রত্যাশা পূরন করতে পারিনি, প্রতিষ্ঠিত হয়েই ফিরব’! চিঠি লিখে বাড়ি ছাড়ল ছাত্র
ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত বাড়িওয়ালাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। আক্রান্ত ভাড়াটে শ্বেতা বলেন, ‘দিদির ফোন পেয়েই যখন আমি বাড়িতে আসি, এসে দেখি কয়েকজন লোক নিয়ে আমাদের বাড়ির মালিক জোর করে আমাদের ঘরে ঢুকে গিয়েছেন। তখন আমি প্রতিবাদ করি। আমার প্রতিবাদ করায় উনি আমার সঙ্গে তর্ক করতে থাকেন। তখন আমি তাঁকে বদমাইশ বলি। সেই সময় উনি আমার গায়ে হাত তোলেন, গলা টিপে ধরেন ও মার্বেল দিয়ে মাথায় আঘাত করেন। আমি পুলিশকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেছি।’

New Town : জন্মদিনের পার্টিতে শ্লীলতাহানি, গ্রেফতার জিম ট্রেনার
যদিও বাড়ির মালিক সুরজিৎ দাসের পরিবারের অভিযোগ, ভাড়াটে শ্বেতা লাহিড়ীই আগে মারমুখী হয়েছিলেন। প্রতিরোধ করতে গেলে তাঁর মাথায় আঘাত লাগে। এছাড়াও তাঁরা অভিযোগ করে বলেন, সঠিক সময়ে ভাড়া দেন না শ্বেতা। তাই তাঁদের উঠে যাওয়ার কথা বলতেই এই কাণ্ড করেছেন শ্বেতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *