Hooghly News : ‘বাবার প্রত্যাশা পূরন করতে পারিনি, প্রতিষ্ঠিত হয়েই ফিরব’! চিঠি লিখে বাড়ি ছাড়ল ছাত্র – hooghly bhadreswar student left out home to fulfil father dream


‘বাবার প্রত্যাশা পূরন করতে পারিনি, প্রতিষ্ঠিত হয়েই বাড়ি ফিরব’, এমনটাই চিঠি লিখে বাড়ি ছাড়ল স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরের। ঘটনায় ব্যাপক দুশ্চিন্তায় ওই ছাত্রের পরিবার।

চন্দননগর বৌবাজার এলাকার বাসিন্দা পেশায় চাকুরিজীবী সৌগত বসু। তাঁর একমাত্র ছেলে ভাকুন্ডার একটি বেসরকারি স্কুলের ক্লাস টেনের ছাত্র। সৌগতবাবুর স্ত্রী মারা গিয়েছেন বছর দশেক আগে। বাবার কাছেই বড় হয় সে। প্রতিদিন সাইকেল নিয়ে যেমন স্কুলে যায় সোমবারও তেমনই বের হয়। সকাল আটটায় বাড়ি থেকে বের হয় সে। কাছে মোবাইল ফোনও ছিল। বাবাকে ফোন করে জানায় স্কুলে পৌঁছে গিয়েছে সে। কিন্তু স্কুল ছুটির পরেও বাড়ি না ফেরায় প্রথমে ছেলেকে ফোন করেন ফোন সৌগতবাবু। কিন্তু ছেলেকে ফোনে পাননি। এরপর স্কুলে ফোন করেন তিনি। স্কুল থেকে জানানো হয় এদিন স্কুলে যায়নি তাঁর ছেলে। এর পরেই বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করেন সৌগতবাবু ও তাঁর প্রতিবেশিরা। পরে এক ছেলের এক বন্ধুর কাছ থেকে জানতে পারেন গোটা বিষয়টিয। এরপর ভদ্রেশ্বর থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন তিনি।

এই বিষয়ে সৌগত বসু জানান, ‘আমার ছেলে সকালবেলা স্কুলে যাবে বলে বেরিয়েছে। তারপর বলল স্কুলে পৌঁছেছি, কিন্তু সে পৌঁছায়নি। এরপর সে বাড়ি ফিরছে না দেখে আমি যখন ফোন করি, তখন ফোন রিসিভ করেনি। ফোন কেটে দেয়। এখন আমি জানতে পারলাম স্কুলে যায়নি। ও ওর বন্ধুকে বলেছে, ও চলে যাচ্ছে। চিঠিতে ও লিখেছে আমি ভাল কিছু করার জন্যই যাচ্ছি। আমি আগে ভাল কিছু করব, তারপর বাড়ি ফিরব।’

পাশাপাশি ঘটনায় ওই পরিবারের পরিচিত এক মহিলা জানান, ‘আমি ওকে ছোট্ট বেলা থেকে দেখি। ওর মা যখন মারা যায় তখন থেকে আমি ওকে দেখাশোনা করি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও সকাল যেমন স্কুলে যায়, তেমনই গেছে। ৩টে ২০তে ওর স্কুল ছুটি হয়, কিন্তু কিছুতেই ওকে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না।’

এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই ভদ্রেশ্বর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন সৌগত বসু। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এক্ষেত্রে তাঁর ওই ছাত্রকে কেউ বকাবকি করেছেন কি না, বা বাড়িতে কোনও সমস্যা রয়েছে কি না, সেই সমস্ত বিষয়েও খোঁজ নিয়ে দেখছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *