Kolkata Airport : প্লেন ধরবেন? কলকাতা এবার লন্ডন হয়ে যাচ্ছে – like london or delhi metro and planes will run side by side in kolkata


এই সময়: লন্ডনে এই ব্যবস্থা বহু বছর ধরেই। হিথরো বিমানবন্দর চত্বরেই লন্ডনের বিখ্যাত টিউব রেল – অর্থাৎ মেট্রো। দিল্লিতেও রয়েছে বেশ কয়েক বছর। এয়ারপোর্ট থেকে না বেরিয়েই সোজা চলে যান এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন মেট্রো। এ বার পিছিয়ে থাকবে না কলকাতাও। মহানগরে মেট্রোর ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া-বারাসত অংশের বিমানবন্দর স্টেশনের নির্মাণকাজ শেষ। অর্থাৎ, লন্ডন বা দিল্লির মতো কলকাতাতেও এবার মেট্রো আর প্লেন গা ঘেঁষাঘেঁষি করেই চলবে।

Yellow Taxi : হলুদ ট্যাক্সিকে বাঁচাতে বাংলায় চালু নতুন অ্যাপ! ওলা-উবেরের থেকে কত কম ভাড়া?
হলুদ এবং কমলা – কলকাতা মেট্রোর দু’টি লাইন মিলে গেল বিমানবন্দর সংলগ্ন জয় হিন্দ স্টেশনে এসে। এটি একদিকে কবি সুভাষ-বিমানবন্দর শাখা অর্থাৎ অরেঞ্জ লাইনের শেষ স্টেশন। অন্যদিকে নোয়াপাড়া-বারাসত শাখা অর্থাৎ কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের মাঝামাঝি অবস্থায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানাচ্ছেন, ভূগর্ভস্থ এই স্টেশনে পাঁচটি প্ল্যাটফর্ম থাকবে। ইয়েলো এবং অরেঞ্জ লাইনের জন্য দু’টি করে এবং একটি প্ল্যাটফর্ম রাখা হবে জরুরি অবস্থায় কাজে লাগাতে।

Kolkata Metro : IT Hub পৌঁছবেন দ্রুত, নবদিগন্ত মেট্রো স্টেশন নির্মাণের ছাড়পত্র দিল বিধাননগর পুলিশ
এককালে কলকাতা বিমানবন্দরে প্লেন থেকে নেমে টারম্যাকে বা বাইরে যেতে চড়তে হতো সাইকেল রিকশায়। সেটা পাঁচের দশক। তার পর অনেক ভোল পাল্টেছে। পুরোনো টার্মিনাল অতীত হয়ে ঝাঁ চকচকে নতুন টার্মিনাল এসেছে। অত্যাধুনিক হ্যাঙারে প্লেন থেকে সোজা টারম্যাকে ঢোকেন যাত্রীরা। বাইরে বেরোলেই অ্যাব ক্যাব। সেই আধুনিকতায় সর্বশেষ সংযোজন এয়ারপোর্ট মেট্রো।

Kolkata Metro : চাঁদনি চক মেট্রোয় সিঁড়ির একাংশ ভেঙে আহত যাত্রী, তড়িঘড়ি মেরামতি কর্তৃপক্ষের
কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানাচ্ছে, বিমানবন্দর সংলগ্ন এই মেট্রো স্টেশনটির মূল নির্মাণকাজ পুরোটাই শেষ হয়ে গিয়েছে। এবার বৈদ্যুতিক, বৈদ্যুতিন এবং অভ্যন্তরীণ সাজসজ্জার কাজে হাত দেওয়া হবে। এই স্টেশনে যাত্রীস্বাচ্ছন্দ্যের জন্য যে ব্যবস্থা থাকবে তার মধ্যে অন্যতম হলো ৮৫ মিটার দীর্ঘ এবং দু’মিটার চওড়া একটি স্বয়ংক্রিয় ট্রাভেলেটর। এই ট্রাভেলেটরে চড়েই যাত্রীরা মেট্রো স্টেশন থেকে বিমানবন্দরের দিকে এগোতে পারবেন।

IndiGO Flight : গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, কলকাতায় জরুরি অবতরণ যাত্রীবাহী বিমানের
কলকাতা মেট্রোর কর্তাদের আশা, ইয়েলো লাইন চালু হয়ে গেলে শুধু বিমানবন্দর স্টেশনেই দিনে গড়ে ৬০ হাজার যাত্রী যাতায়াত করবেন। যাত্রীদের উদ্দেশে সংস্থার আশ্বাস, খুব দ্রুত এই লাইন চালু করার চেষ্টা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *