Mamata Banerjee: নবান্নে এসে অমৃতসরের স্বর্ণ মন্দিরে যেতে মমতাকে আমন্ত্রণ পরিচালন কমিটির


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নবান্নে পঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরের পরিচালন কমিটির প্রতিনিধিরা। নবান্নে এসে অমৃতসরের স্বর্ণ মন্দিরের পরিচালন কমিটির প্রতিনিধিরা দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে। স্বর্ণ মন্দিরে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আমন্ত্রণ জানান তাঁরা। জবাবে মুখ্যমন্ত্রীও জানান যে তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। স্বর্ণ মন্দির নিশ্চয়ই যাবেন। 

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমন্ত্রণ গ্রহণ করলাম। নিশ্চয়ই যাব। এটা আমার গর্ব। উনি নিজে এসেছেন আমন্ত্রণ জানাতে। আমন্ত্রণ পেয়ে অত্যন্ত গর্বিত আমি। পাঞ্জাবি সম্প্রদায়ের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক আমাদের। পাঞ্জাবি মানুষদের জন্য আমাদের শুভকামনা। পাঞ্জাবের সঙ্গে বাংলারও অত্যন্ত সুসম্পর্ক। আন্দামান-নিকোবরে গেলে চাক্ষুষ করতে পাবেন, স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাব ও বাংলার যে ভূমিকা ছিল… এই সব মিলিয়েই আমাদের এককাট্টা হতে হবে। একসঙ্গে মিশে দেশে থাকতে হবে। এটাই আমাদের একমাত্র প্রার্থনা।’

প্রসঙ্গত, এদিন ডেঙ্গি নিয়ে এদিন উত্তাল হয় বিধানসভার অধিবেশন। আজ ডেঙ্গি নিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘৩ বছর কোভিড ছিল। এবছর ডেঙ্গি ট্রেন্ড। ডেঙ্গি কোনও বছর বেশি হয়। গ্রাম বাংলায় সমস্যা বেশি। কারণ পঞ্চায়েত নির্বাচন ছিল। নতুন বোর্ড না হওয়ায় সমস্যা বেড়েছে।’  

মুখ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গির প্রকোপ বেশি নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। তবে ইতিমধ্যেই ২৩ হাজার ৮৩২ জনের টেস্ট হয়েছে। মুখ্যসচিব অনেকগুলি রিভিউ মিটিং করেছেন। ডেঙ্গির জন্য এম আর বাঙুরকে প্রস্তুত করা হয়েছে। উত্তরবঙ্গে ১ লাখ মশারি পাঠানো হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিতে না চাইলে তার লাইসেন্স বাতিল করা হবে। 

আরও পড়ুন, Abhishek Banerjee: আদালতে ধাক্কা অভিষেকের! বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে ‘না’ হাইকোর্টের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *