Uttar 24 Pargana News : WhatsApp-FaceBook-এ ফাঁদ পেতে গৃহবধূকে অপহরণ, ভিনরাজ্যে পাচারের আগেই উদ্ধার পুলিশের – basirhat hingalganj housewife kidnapped and police rescued her from paschim midnapore kharagpur


অপহরণের পর ভিনরাজ্যে পাচারের আগেই তৎপরতার সঙ্গে অপহৃতা গৃহবধূকে উদ্ধার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার ঘোষপাড়া এলাকার ঘটনা। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নামে সুমন হোড় ও সরস্বতী হোড়। ঘটনার সঙ্গে বড় কোনও পাচার চক্রের যোগ রয়েছে কি না, খতিয়ে দেখেছে পুলিশ।

জানা গিয়েছে বছর ২৭-এর ওই গৃহবধূ সপ্তাহ খানেক আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান। গৃহবধূর স্বামী কার্তিক ঘোষ শ্বশুরবাড়ি থেকে শুরু করে নিকট আত্মীয়স্বজনের কাছে খোঁজখবর নিলেও তাঁর কোনও সন্ধান পাননি। অবশেষে গত ২৭ তারিখ হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর স্বামী। কার্তিকবাবুর অভিযোগ ছিল, ফোন নম্বর, WhatsApp ও FaceBook ID দেখেই পরিকল্পনা করে অপহরণ করা হয়েছে তাঁর স্ত্রীকে। তাঁকে ভিনরাজ্যে পাচারের চেষ্টা করা হতে পারেও বলে আশঙ্কা প্রকাশ করেন কার্তিকবাবু।

Nadia News : ঠিক যেন সিনেমা! গাড়ি নিয়ে বেরিয়ে অপহৃত যুবক, দুর্ধর্ষ অভিযানে উদ্ধার করল পুলিশ
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই গৃহবধূর মোবাইল ফোন ট্র্যাক করে জানতে পারে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এলাকায় একটি গোপন ডেরায় রাখা হয়েছে তাঁকে। তারপরেই খড়গপুর থানার সঙ্গে যোগাযোগ শুরু করেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিক অনিল সাউ। তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল খড়গপুরে গিয়ে এক বাড়ি থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় দুই অপহরণকারীকেও। সুমন হোড় ও সরস্বতী হোড় নামে ওই দুই অপহরণকারীর বাড়ি হুগলি জেলার শ্রীরামপুরে। গৃহবধূ-সহ দুই অপহরনকারীকে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে।

West Bengal Latest District : বাবার সঙ্গে বন্ধুত্ব করে ছেলেকে অপহরণ, ফিল্মি কায়দায় শিশুকে উদ্ধার পুলিশের
পুলিশের প্রাথমিক অনুমান ওই গৃহবধূর সঙ্গে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছিল অপহরণকারীদের। সেখান থেকেই বিশেষ কোনও প্রলোভনের শিকার হন ওই গৃহবধূ। এক্ষেত্রে ঠিক কোন উদ্দেশ্যে ওই গৃহবধূকে অপহরণ করা হয়েছিল, বা এর সঙ্গে বড় কোনও নারী পাচার চক্রের য়োগ রয়েছে কি না সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Dakshin 24 Parganas : পরকীয়ার জেরে গর্ভবতী, সন্তান ভূমিষ্ঠ হতেই ২ লাখ টাকায় বিক্রি
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রকাশ্যে আসছে একের পর এক অপরহরণের ঘটনা। সম্প্রতি নদিয়ার পলাশীপাড়ায় এক গাড়ি চালককেও অপরহরণ করা হয় পলাশীপাড়া থানা এলাকার গোপীনাথপুর মাঝপাড়ার বাসিন্দা পেশায় গাড়ি চালক ফিরোজ মণ্ডল চলতি মাসের ২২ তারিখে নওদা থানা এলাকার কামদপুরের বাসিন্দা মিলন শেখের সঙ্গে গাড়ি নিয়ে বের হন। তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। ২৫ তারিখ নিখোঁজ যুবকের বাবা জিব্রাইল মণ্ডল থানায় ডায়েরি করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরই মাঝে ২৭ তারিখ ফিরোজের বাবার মোবাইলে একটি ফোন আসে। ফোনে ফিরোজের বাবার কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। যদিও শেষ পর্যন্ত ৬ লাখ টাকা রফা হয়। এরপর যখন অপহরণকারীরা টাকা নিতে আসে, তখন সাদা পোশাকে থাকা পুলিশ তাদের ধরে ফেলে। উদ্ধার করা হয় নিখোঁজ ওই গাড়ি চালককেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *