দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
চলতি সপ্তাহের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণ ভাসতে চলেছে বৃষ্টিতে। একাধিক জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নামতে চলেছে ভারী বৃ্ষ্টি। আগামী দিন পাঁচেক আবহাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। উল্লেখ্য, মৌসুমী অক্ষরেখা সরে গিয়েছে পশ্চিমাংশে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা। ওড়িশা উপকূল সংলগ্ন জেলায় ভারী বৃষ্টি ও প্রবল ঝড়ের সম্ভাবনা। তবে মৎস্যজীবীদের মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে সমুদ্রে না যেতে নির্দেশ।
সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একাংশ ভাসতে চলেছে ভারী বৃষ্টিতে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, নদিয়া ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল শহরবাসী। গত কয়েকদিনে শহরের তাপমাত্রা তেমন না বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। এদিন সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন শহরে এক দু পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলিসিয়াস। গতকাল অর্থাৎ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
জুলাইয়ে পর্যাপ্ত বৃষ্টি পেয়েছে উত্তর। জুলাইয়ের মাঝামাঝি অতিবৃষ্টির জেরে উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বানভাসি অবস্থার সৃষ্টি হয়। গত সপ্তাহে উত্তরে বৃষ্টি কমলেও এদিনই ফের উত্তরের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২-৩ দিন হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।