মঙ্গলবার, কলকাতায় বিবি গাঙ্গুলি স্ট্রিট এলাকায় ব্যাংক অব ইন্ডিয়ার সামনে একটি রাজনৈতিক সমাবেশ রয়েছে। একটি ধরনা কর্মসূচির জন্য ওই এলাকায় একশো থেকে দেড়শো জন সমাবেশ হবে। ফলত, ওই রাস্তায় কিছুটা যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। এছাড়া আজকে, শহর কলকাতার বুকে তেমন কোনও মিটিং-মিছিল নেই।
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে, ট্রাফিক আইন মেনে চলার জন্য কলকাতার নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক সিগন্যাল মেনে যান চলাচল, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার, বাইক আরোহীদের হেলমেট পরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শহরে সারাদিন জুড়ে যান চলাচল স্বাভাবিক রাখার ব্যাপারে কলকাতা পুলিশের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী কলকাতা ও শহরতলি জুড়ে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক ভাবেই, কর্মস্থলে বেরোনোর সময় সঙ্গে ছাতা, বর্ষাতি রেখে দেওয়া প্রয়োজন রয়েছে। তবে বৃষ্টিতে জল জমে রাস্তায় যান চলাচল অবরুদ্ধ হওয়ার এখনও কোনও খবর নেই।
কলকাতার বুকে বড় কোনও মিটিং-মিছিল না থাকার কারণে যান চলাচলে খুব একটা প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। তবে সপ্তাহের দ্বিতীয় দিনে রাস্তায় গাড়ির চাপ ভালো পরিমাণে থাকবে বলেই মনে করা হচ্ছে। শহরে এখনও পর্যন্ত কোনও দুর্ঘটনার খবর নেই। যান চলাচল যাতে স্বাভাবিক রাখা যায় সে ব্যাপারে সর্বত ভাবে চেষ্টা করছে কলকাতা ট্রাফিক পুলিশ।
