Buddhadeb Bhattacharjee Health Update : হিমোগ্লোবিন কম, বুদ্ধদেবকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত! কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? – buddhadeb bhattacharjee ex chief minister of west bengal present health update


শনিবার থেকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে নিয়ে আসা হয়। এখন কেমন রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী? সন্ধের স্বাস্থ্য বুলেটিন কী বলছে, জানাল উডল্যান্ডস হাসপাতাল।

উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্ত হিমোগ্লোবিনের মাত্রা কম রয়েছে। সেই কারণে হাসপাতালের তরফে তাঁকে রক্ত দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসদের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুস সমস্যা রয়েছে। সেই কারণে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে তাঁর সমস্যা হচ্ছে। সেই কারণেই তাঁকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। হাসপাতালে তরফে সন্ধে থেকে তাঁকে রক্ত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখার জন্যই চিকিৎসকদের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। বর্ষীয়ণ সিপিএম নেতাকে এক ইউনিট রক্ত দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Buddhadev Bhattacharya : গুরুতর অসুস্থ বুদ্ধদেব, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে
হাসপাতালের তরফে মঙ্গলবার সন্ধেবেলা প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে এখন অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে এবং তাঁকে নন ইনভেনসিভ ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছে। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব বন্দোবস্ত করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থান স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাঁর উপর সর্বদা নজর রাখছেন বলে জানিয়েছে হাসপাতাল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর রক্তে সোডিয়াম-পটাশিয়াম মাত্রা স্বাভাবিক রয়েছে। তবে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক চলার কারণে কিডনির সমস্যা যাতে না হয়, সেই কারণে চিকিৎসকরা বাড়তি সতর্কতা নিয়েছেন। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে মঙ্গলবার চিকিৎসকদের সঙ্গে হালকা কথা বার্তাও বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Buddhadeb Bhattacharya : কতটা অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য? মুখ খুললেন মহম্মদ সেলিম
শনিবাব জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে উউল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে তাঁকে হাসাপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন তাঁর বাড়ির চিকিৎসকরা। প্রথমে বুদ্ধদেবের শারীরিক অবস্থা উদ্বেগজনক ছিল। কিন্তু সোমবার তাঁকে ভেন্টিলেশন থেকে থেকে বের করা হয়েছে।

Buddhadeb Bhattacharya Health Update : ভেন্টিলেশনে বুদ্ধবাবু, নজরদারিতে ৯ চিকিৎসক! প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলল হাসপাতাল
প্রাক্তন মুখ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পর রাজ্যের সব রাজনৈতিক দলের নেতারা তাঁকে দেখতে গিয়েছেন। সোমবার তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) প্রাক্তনকে দেখে বেরিয়ে বর্তমান বলেন, ‘বুদ্ধবাবু এখন আগের তুলনায় ঠিক রয়েছেন। মনে হল উনি আমাকে দেখে হাত নাড়লেন। উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই কামনা করি। বাকিটা চিকিৎসকরা বলতে পারবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *