Hilsa Fish : দিঘার ইলিশের এ কী হাল! বিস্বাদ মাছ মুখে দিয়ে থু থু করছে বাঙালি – people are regretting as they do not get the taste of digha ilish like before


Ilish Fish : ইলিশ মাছের জনপ্রিয়তা স্বাদের জন্য। চড়া দামে ইলিশ কিনে রসনা তৃপ্তিতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করে না ভোজন রসিক বাঙালি। আর চলতি বছরে বাজারে ইলিশের দেখা মিলেছে। রূপালি শস্য উঠে আসায় এখন খুশি বাঙালি খাদ্য রসিকরা। টন টন ইলিশ ধরা পড়ছে দিঘা সহ রাজ্যের বিভিন্ন মৎস্য আরোহণ কেন্দ্রগুলিতে। পকেটের সঙ্গে সামঞ্জস্য রেখে মিলছে রূপালি শস্য। রাজ্যের বিভিন্ন বাজারে বাজারে দেদার বিক্রি হচ্ছে ইলিশ মাছ। তবুও আমজনতার মনে একটা আক্ষেপ থেকেই যাচ্ছে, ইলিশ মিললেও স্বাদে ফাঁক থেকে যাচ্ছে। ক্রেতারা অবশ্য বহু ক্ষেত্রেই মনের মতো স্বাদ পাচ্ছেন না।

Hilsa Fish Price: কলকাতার বাজারে ইলিশ আর ইলিশ! কোন ওজনের মাছের দাম কত?
ছোট থেকে বড় সব ইলিশের ক্ষেত্রেই চেনা গন্ধ উধাও। বাজারে বড় ইলিশ কিনে দুপুরের সর্ষে ইলিশ সহযোগে জমিয়ে খাওয়া দাওয়া করতে গিয়ে মুখ বেজার মৎস্য প্রিয় বাঙালির। কারণ ইলিশের স্বাদ আগের মতো আর নেই। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের এক ইলিশ প্রেমী বলেন, ‘আগে পাড়ায় কারও বাড়িতে ইলিশ মাছ রান্না হলে গোটা পাড়া জেনে যেত।

Hilsa Price: বাজারে সস্তা ইলিশের দাপট! বিক্রি নেই রুই, কাতলার
ইলিশ ভাজার সময় গন্ধ খিদের মাত্রা বাড়িয়ে দিত। খাবার ইলিশের পদ সহযোগে যেন অমৃত লাগত। কিন্তু চলতি বছর ইলিশের সেই স্বাদ পাওয়া যাচ্ছে না। বাজার থেকে বড় ইলিশ কিনে এনেও সেই স্বাদ পাচ্ছি না’। কিন্তু কেন দিন দিন ইলিশের স্বাদ হারিয়ে যাচ্ছে? তা জানার চেষ্টা করা হলে উঠে এল নানান তথ্য।

Hilsa Price: বাজারে মরশুমের সবচেয়ে সস্তা ইলিশ, কত দামে কিনবেন?
আসলে, ইলিশের স্বাদ প্রধানত নির্ভর করে ইলিশটিকে কোথা থেকে ধরা হচ্ছে তার ওপর। প্রজননের জন্য ইলিশ মিঠে জলে আসলে তখন তার স্বাদ সবথেকে ভাল হয়। বর্তমান সময়ে বেশিরভাগ ইলিশ মাছ ধরা হয় নদী ও সমুদ্রের মোহনায় বা অগভীর সমুদ্রে। ফলে প্রজননের জন্য সমুদ্র থেকে নদীতে আসার আগেই ধরা পড়ছে ইলিশ মাছ। ফলে ইলিশের শরীরে তৈরি হয় না ফ্যাটি অ্যাসিড। নোনা জলে থাকার সময়ে তার কিডনি বিশেষ কায়দায় কাজ করে। কিন্তু মিষ্টি জলে ঢুকতেই কিডনির গঠন বদলাতে শুরু করে।

Hilsa Fish : ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ, মৎস্যজীবীদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ
বর্তমানে বহু ইলিশই ধরা হয় সমুদ্রেই। ফলে সেই মাছের শরীরে থেকে যায় আয়োডিন-সহ এমন কিছু উপাদান, যা মাছের সুস্বাদ আসতে দেয় না। এছাড়াও দূষণের প্রভাব পড়েছে যার ফলে ইলিশ আগের তুলনায় স্বাদ হারাচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *