জানা গিয়েছে, দালাল মারফত মেদিনীপুরের বাসিন্দা এক মহিলার কাছে নিজের ২১ দিনের শিশুকে বিক্রি করে দিয়েছিলেন ওই অভিযুক্ত মহিলা। মেদিনীপুরের বাসিন্দা কল্যাণী গুহ নামে এক মহিলার কাছে শিশু বিক্রি করে দেওয়া হয়েছিল চারজন দালাল মারফত। মেদিনীপুরের ওই মহিলার কলকাতায় একটি বাসস্থান আছে। তার কাছে ২১ দিনের শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, কল্যাণী গুহ নামে ওই মহিলা দীর্ঘদিন নিঃসন্তান থাকার কারণে একটি শিশুর খোঁজ করছিলেন। কলকাতায় পণ্যশ্রী থানার সাতগ্রাম এলাকায় ওই মহিলার একটি বাসস্থান আছে। দালাল মারফত তিনি রুপোলি মণ্ডলের খোঁজ পান। এরপরেই হয় টাকার রফাদফা। কল্যাণী গুহ নামে ওই মহিলার কাছে নিজের শিশুকে বিক্রি করে দেন রুপোলি মণ্ডল বলে অভিযোগ।
কিছুদিন আগেই এই সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়ে আনন্দপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আনন্দপুর থানার পুলিশ। তদন্ত চালিয়ে শিশু বিক্রির ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে এখনও পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, পাটুলি এলাকার বাসিন্দা রূপা দাস, স্বপ্না সর্দার, হরিদেবপুর এলাকার বাসিন্দা পূর্ণিমা কুণ্ডু এবং বেহালার বাসিন্দা ললিতা দে নামে চার মহিলাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এটা শিশু বিক্রির দালাল হিসাবে কাজ করতো বলে জানা গিয়েছে।
তবে পুলিশের সন্দেহ, এই শিশু বিক্রির চক্রটি দীর্ঘদিন ধরে কলকাতায় কাজ করছে। এই চক্রের সঙ্গে আরও কিছু লোক যুক্ত আছে বলে মনে করা হচ্ছে। আটক মহিলাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চক্রের সঙ্গে আর কারা জড়িত, এর আগে কোথাও এরকম শিশু বিক্রি হয়েছিল কিনা, কোথায় কোথায় শিশু বিক্রির কাজ চলছে, সে সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, কিছুদিন আগেই একটি আই ফোন কেনার জন্য শিশু বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল এক মায়ের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগণার পানিহাটির গান্ধীনগর এলাকায় এরকম একটি ঘটনা ঘটে। খড়দার এক মহিলার কাছে শিশু বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত চালিয়ে যাওয়া হয়।