এদিন সকাল থেকেই মেঘলা আকাশ। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা দু-এক পশলা বৃষ্টিতে ভিজলেও কমেনি গরম। আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে অস্বস্তি। হাওয়া অফিস জানাচ্ছ, এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। যা ক্রমশই শক্তি বাড়িয়ে পরিণত হচ্ছে গভীর নিম্নচাপে। এর জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে বৃষ্টিপাত। কোনও জায়গায় ভারী বৃষ্টি, কোনও কোনও জেলায় চলবে অতিভারী বৃ্ষ্টি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। এদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। দিনভর বৃষ্টিতে ভাসবে এই জেলা গুলি। এছাড়া বাকি দক্ষিণবঙ্গে জেলাগুলোতে শুধু ভারী বৃষ্টি হবে। আগামীকাল অর্থাৎ বুধবার পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির সতর্কতা।
অন্যদিকে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। এই নিম্নচাপের জন্য সমুদ্রের হওয়ার যথেষ্ট গতিবেগ থাকবে। তাই মৎস্যজীবীদের সোমবার ও মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। ২৪ ঘণ্টায় তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না তবে আজ ও কাল বৃষ্টির জন্য তাপমাত্রা খানিকটা কমবে। ৩ তারিখ থেকে তাপমাত্রা আবার বাড়বে।
কলকাতার আবহাওয়া
আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত। সোমবার শহর দফায় দফায় ভিজলেও মেলেনি। তেমন স্বস্তি। গত কয়েকদিনে শহরের তাপমাত্রা তেমন না বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। এদিন সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির আশপাশে। গতকাল অর্থাৎ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪। ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
জুলাইয়ে পর্যাপ্ত বৃষ্টি পেয়েছে উত্তর। জুলাইয়ের মাঝামাঝি অতিবৃষ্টির জেরে উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বানভাসি অবস্থার সৃষ্টি হয়। উত্তরবঙ্গে আগামী দিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি তারপর বিক্ষিপ্ত ভারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই।