Uttar 24 Pargana News : টাকিতে স্কুলের ল্যাবরেটরিতে ভয়াবহ বিস্ফোরণ! হাসপাতালে শিক্ষক-ছাত্রীরা – uttar 24 pargana basirhat taki school laboratory blast in ammonia jar injured teacher and students


স্কুলের ল্যাবরেটরিতে অ্যামোনিয়া গ্যাসের জারে বিস্ফোরণ। আহত শিক্ষক ও ১০ ছাত্রী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পুরসভার টাকি ষষ্ঠীচরণ নীল মাধব বালিকা বিদ্যালয়ে। গুরুতর আহত অবস্থায় আহতদেরকে ভর্তি করা হয়েছে টাকি গ্রামীণ হাসপাতালে। কী ভাবে ঘটল বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, আজ দুপুর একটা নাগাদ বিজ্ঞাণের শিক্ষক অর্ণব গুহ দাস দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের স্কুলের ওই ল্যাবরেটিতে শিক্ষামূলক পরীক্ষা নিরিক্ষা করতে যান। পরীক্ষা চলাকালীনই হটাৎ বিস্ফোরণ ঘটে অ্যামোনিয়া গ্যাসের ওই জারে। আর তাতেই আহত হন শিক্ষক ও ছাত্রীরা। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা স্কুল চত্বরে।

Duttapukur School Incident: গার্লফ্রেন্ডকে উত্যক্ত করায় স্কুলের ভিতর ঢুকে ছাত্রকে মারধর! তুলকালাম দত্তপুকুরের স্কুলে
এই বিষয়ে স্কুলের ছাত্রী স্বাগতা মণ্ডল বলেন, ‘কেমিস্ট্রি ল্যাবে কাজ করতে গিয়েছিলাম। একটা নতুন অ্যামোনিয়ার জার সিল করা ছিল। সেটি খোলার জন্য স্কুলের অফিস রুমে গিয়ে ওপেনার চাই। কিন্তু স্কুলে কোনও ওপেনার না থাকায়, স্যার কিছু একটা দিয়ে সেটা ফুটো করে এনেছিলেন। জারে একটি রাবার ওপেনারও ছিল, সেটা খুলতেই বিস্ফোরণ হয়। স্যারেরই বেশি এফেক্ট হয়েছে। কারণ স্যার নিচু হয়ে ওটা খুলছিলেন। যেহেতু উগ্র ঝাঁঝালো গন্ধ রয়েছে তাই সবার শ্বাসকষ্ট হচ্ছিল। দু’জনের চোখে ঢুকে গিয়েছে। একজনের সমস্যা একটু বেশি।’

Asansol Assault Case : ছাত্রীকে শারীরিক নিগ্রহ শিক্ষাকর্মীর! ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুলে ধুন্ধুমার
অন্যদিকে এক অভিভাবক জানাচ্ছেন, ‘বেলা একটার সময় স্ত্রী ফোন করে জানান যে স্কুলের ল্যাবরেটরিতে বিস্ফোরণ ঘটেছে। সেই শুনে আমি হাসপাতালের দিকে যাচ্ছিলাম, মাঝপথে শুনলাম স্কুলের কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবার অ্যামোনিয়া গ্যাসটা এক্সপায়ার আছে কি না বা ভাল আছে কি না সেটা তো স্কুলের দেখা উচিত। কয়েকজন আহত হয়েছে। শিক্ষকও আহত হয়েছেন। তাঁরা কয়েকটা জায়গা পুড়ে গিয়েছে, কারণ তিনি গ্যাসটা খুলছিলেন। আমরা চাই ল্যাবরেটরি ঠিক আছে কি না সেটা দেখা হোক। সেফটি সার্টিফকেট দরকার।’

Purba Medinipur : মেয়েদের স্কুলের রাস্তায় রোমিওদের উৎপাত! অভিযোগ জমা পড়তেই আটক ১
এদিকে এই ঘটনার পরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত শিক্ষক ও ছাত্রীদের। দ্রুত চিকিৎসা শুরু হয় তাঁদের। কয়েকজনের শ্বাসকষ্ট থাকায় তাঁদের অক্সিজেনের ব্যবস্থা করা হয়। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ছাত্রী ও অভিভাবকদের মধ্যে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ। একইসঙ্গে আগামীদিনে যাতে এই ধরণের ঘটনা আর না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করতে চাইছে তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *