WB Panchayat Election : কাশ্মীরার মামলায় সাসপেন্ড BDO! কী বলছেন উলবেড়িয়ার ‘পরাজিত’ CPIM প্রার্থী? – howrah uluberia cpim candidate kashmira begum opens mouth on court verdict


পঞ্চায়েত নির্বাচনে উলুবেড়িয়া ১ নং ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতের ১ নং আসনের সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগমের অভিযোগের ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহা উলুবেড়িয়ার এসডিও শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নীলাদ্রি শেখর দে সহ এক আধিকারিককে সাসপেন্ড করার সুপারিশ করেছিলেন। আর বিচারপতির সেই নির্দেশের পর মঙ্গলবার উলুবেড়িয়ার মহকুমা শাসক পদে দায়িত্বভার গ্রহণ করলেন সৌম্য চট্টোপাধ্যায়। একইসঙ্গে উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এর দায়িত্বভার গ্রহণ করলেন সুদীপ দত্ত।

Calcutta High Court:CPIM-র মনোনয়ন বিকৃতি মামলা: SDO-BDO সঙ্গে নিচুতলার অফিসারকেও সাসপেন্ডের সুপারিশ
বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন প্রাক্তন বিডিও নীলাদ্রি শেখর দে। যদিও এদিন ডিভিশন বেঞ্চ তার আবেদন সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়ে দিয়েছেন। অন্যদিকে বিডিও এর ডিভিশন বেঞ্চে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম।

মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাশ্মীরা বলেন, ‘উনি কোন মুখে ডিভিশন বেঞ্চে গেলেন। উনি যে অপরাধ করেছেন সেটা প্রমাণিত। তারপরেও উনি ডিভিশন বেঞ্চে গিয়েছেন। এটার মানে ওঁর মধ্যে মধ্যে ন্যূনতম ভদ্রতাটুকু নেই।’ সিপিএমের এই মহিলা প্রার্থী আরও বলেন, ‘আদালতের উপর আমার আস্থা আছে। কারণ আদালত থেকে আমি ন্যায় বিচার পেয়েছি। আদালত ন্যায়ের পক্ষে থাকে অন্যায়ের পক্ষে থাকে না। সেই কারণে আমার আশা আগামী দিনেও আমি ন্যায় বিচারটাই পাব।’

Trinamool Congress Joining: সকালে পর সন্ধ্যায় ফের ভাঙন, স্বরূপনগর ব্লকের জয়ী বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগদান
এদিন ফের একবার ইচ্ছাকৃতভাবে তাঁর মনোনয়ন বাতিলের নিয়ে ফের সুর চড়িয়েছেন এই সিপিএম প্রার্থী। কাশ্মীরা বেগম অভিযোগ করেন ইচ্ছাকৃতভাবে তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘আমার ওবিসি সার্টিফিকেট সরিয়ে দিয়ে আমাকে বলা হয়েছিল আমি ওই সার্টিফিকেট জমা দিইনি। কিন্তু আমার কাছে প্রমাণ ছিল আমি ঠিক সময়ের মধ্যে ওই সার্টিফিকেট জমা দিয়েছিলাম।’ বহিরা গ্রাম পঞ্চায়েতের ১ নং আসনে পুনর্নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে কাশ্মীরা বেগম বলেন, ‘নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যই আমার লড়াই। সুতরাং আমি আবার নির্বাচনে লড়ব।’

Trinamool Congress : CPIM ছেড়ে তৃণমূলে যোগ জয়ী প্রার্থীর, বাম শুন্য আকাইপুর গ্রাম পঞ্চায়েত
কাশ্মীরা আরও বলেন, ‘উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও অপরাধ করেছেন তাই সাজা পেয়েছেন। সেই কারণে আমার অনুরোধ যারা নতুন কাজে যোগ দিয়েছেন তারা যেন আগের বিডিও এর মতো কাজ না করেন। সঠিকভাবে কাজ করলে আর কোন বিডিওকে এইভাবে সরে যেতে হবে না। আগের বিডিও ন্যায়ের পক্ষে ছিলেন না বলে উনি শাস্তি পেয়েছেন’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *