Birbhum TMC : ‘যদি নিজেকে অনুব্রত মণ্ডল ভাবেন…’, পদ ছাড়ার পরই বিধায়ককে কটাক্ষ প্রাক্তন পুর চেয়ারম্যানের – pranab kar former chairman of siuri municipality attacked the former chairman councilor


চেয়ারম্যান ও কাউন্সিলরের পদ ছাড়ার পর এবার প্রাক্তন চেয়ারম্যান, কাউন্সিলর ও বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সদ্য প্রাক্তন সিউড়ি পুরসভার চেয়ারম্যান প্রণব কর। এছাড়াও বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে করলেন কটাক্ষও। তিনি সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে কটাক্ষ করে বলেন, ‘উনি যদি নিজেকে অনুব্রত মণ্ডল ভাবছেন তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন’। প্রসঙ্গত এর আগেও দুবরাজপুরের ব্লক সভাপতি ভোলা মিত্র, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান সহ একাধিক কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে দলীয় ও জনপ্রতিনিধির পদ থেকে।

Suri Municipality : কে হবেন পুরপিতা? তুমুল বিতর্ক সিউড়ি পুরসভায়
একাধিক প্রশ্নে বেশিরভাগ জন বলেছিলেন, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতির সুযোগ নিয়ে বর্তমান তৃণমূলের জেলা নেতৃত্ব নিজের ঘনিষ্ঠদের বিভিন্ন পদের স্থান করে দিচ্ছেন। এক কথায় এই অভিযোগের পরও কার্যত সেই অভিযোগেই শিলমোহর পড়ল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্বয়ং বিধায়ক।

Suri Municipality : অনুব্রত গড়ে ফের কোন্দল? পদত্যাগ করলেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান
এদিন প্রণব কর অভিযোগ করে বলেন, ‘আমাকে গত তিন বছর আগে অনুব্রত চেয়ারম্যানের পদে বসিয়েছিলেন। প্রাক্তন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। যা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। এমনকি ফিরহাদ হাকিমকে এই দুর্নীতির তদন্তের নির্দেশও দিয়েছিলেন।

Suvendu Adhikari : ‘আরও এক দুর্নীতি ফাঁস করব…’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু
জলের টাকা এসেছিল, আইএইচএসডিপি-র টাকা এসেছিল, গ্রিন সিটির টাকা এসেছিল। তখন তাঁকে সরিয়ে আমাকে বসানো হয়। কিন্তু আমি তিন বছর সততার সঙ্গে কাজ করার পরেও উজ্জ্বল বাবু কিছু কতিপয় কাউন্সিলরকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে তাঁদের আমার বিরুদ্ধে নিয়ে যান।

Balurghat News: কলকাতার বালুরঘাট ভবন সংস্কারের ৯২ লাখ টাকার টেন্ডারে দুর্নীতি! পুরসভাকে ভুল শোধরাতে নির্দেশ
এবং দলকে একটা লিখিত অভিযোগ জানান ওই কাউন্সিলররা। তখন দলের বিধায়ক সাংসদ আমাদের সবাইকে নিয়ে বসেন। কিন্তু কোনওরকম কোনও অভিযোগের প্রমাণ আমার বিরুদ্ধে পায়নি’। এরপরে বিধায়কের বিরুদ্ধেও তিনি বিস্ফোরক মন্তব্য করেন, ‘এর জন্য আমি মনে করি অনুব্রত যখন বীরভূমে ছিলেন তখন আমাদের বিধায়ক সাহেব সহযোগিতা করেছিলেন।

Tamralipta Municipality : যথাযথ ভাবে খরচ হোক সাংসদ তহবিলের টাকা, পুরসভার দ্বারস্থ বিরোধী দল
আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে সহযোগিতা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। উনি আমাদের পুরসভাকে একটা সামান্য টাকার অ্যাম্বুল্যান্স দিয়েছেন। আর একবার দিয়েছেন ১০ লাখ টাকা লাইটের জন্য। বাকি কোনওরকম কোনও সহযোগিতা করেননি। যেমন আমাদের সঙ্গে আলোচনা করা আমাদের পরামর্শ দেওয়া করেননি।

Trina Saha : ‘জামাকাপড় ছুড়ে ফেলে দিয়েছিল…’, সোহিনীর সঙ্গে মনোমালিন্য প্রসঙ্গে মুখ খুললেন তৃণা
এমনকি প্রতিটি বোর্ড মিটিংয়ের আগে আমাদের সঙ্গে বসার কথা ছিল সেটাও তিনি বসেননি। আমরা নিজেরাই বোর্ড মিটিং করেছি। বিকাশ রায় চৌধুরী ফোন করে জানান যে আমাকে দল চেয়ারম্যানের পদটা ছাড়তে বলেছে। কিন্তু কেন কী কারণ আর কোনও উত্তর তিনি দেননি’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *