Buddhadeb Bhattacharjee News: পাঁচদিন বাদে বললেন কথা, আম খাওয়ার আবদার বুদ্ধদেব ভট্টাচার্যের – buddhadeb bhattacharya health condition is much better he is now able to talk says in medical bulletin


আশঙ্কার কালো মেঘ কেটে অনেকটাই সুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভেন্টিলেশন থেকে বের করার পর থেকেই বাড়ির দিকে মন পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। চিকিৎসকদের কাছে বার বার ছেড়ে দেওয়ার আর্জি তাঁর। বাইপ্যাপ নিতে মঙ্গলবার থেকেই অনীহা বুদ্ধদেব ভট্টাচার্যের। কিন্তু ফুসফুসে সংক্রমণ এখনও না সারায় বাইপ্যাপ সাপোর্ট পুরোপুরি এখনও সরিয়ে নিতে সম্মত নন চিকিৎসেরা। তবে আগের মতো একটানা নয়, মাঝে মধ্যে চালানো হচ্ছে বাইপ্যাপ ।

হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন দিয়ে জানানো হয়েছে, পাঁচদিন পরে অনেকটাই সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। ৭৯ বয়সী প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু চিকিৎসক নয়, এদিন তাঁর সঙ্গে দেখা করতে আসা ভিজিটার্সদের সঙ্গে কথা বলেছেন। আগের থেকে অনেক বেশি সজাগ ও সচেতন তিনি। দাবি, বাইপ্যাপ নিয়ে তো আপত্তি জানিয়েছেন, এমনকী রাইলস টিউব খুলে ফেলারও কথা তিনি বলেন চিকিৎসকদের। সূত্রের খবর, এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তি দেখা করতে এলে তিনি তাঁর কাছে আম খাওয়ারও আর্জি করেছেন। কিন্তু এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি আম খাওয়ার মতো নন। তাঁকে এখনও রাইলস টিউব দিয়ে তরল খাবার খাওয়ানো হচ্ছে বলে খবর।

Buddhadeb Bhattacharjee: বাড়ি ফিরতে মরিয়া বুদ্ধদেব, মেডিক্যাল বোর্ডের বৈঠকের পর বর্তমান পরিস্থিতি জানালেন সূর্যকান্ত

মেডিক্যাল বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, এদিন তাঁর জন্য গড়া মেডিক্যাল বোর্ডের চিকিৎসেকরা তাঁকে পরীক্ষা করে ও টেস্ট রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী ট্রিটমেন্ট নিয়ে সিদ্ধান্ত নেন। চতুর্থ পর্যায়ের একটি অ্যান্টি বায়োটিক কোর্স শুরু করা হয়েছে, যা চলবে শনিবার পর্যন্ত। একইসঙ্গে চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি। তাঁর শ্বাসপ্রশ্বাসের সমস্যা সমাধানে পালমোনারি ফিজিথেরাপি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

Buddhadeb Bhattacharya Health : ‘প্রয়োজন হলে জানাবেন…’, অসুস্থ বুদ্ধদেবকে নিয়ে পোস্ট দেবাংশুর, পালটা উত্তর মীনাক্ষী-দীপ্সিতার

চিকিৎসকেরা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তের সমস্ত প্যারামিটারই বর্তমানে সন্তোষজনক। রক্তচাপও নিয়ন্ত্রণে, রক্তে কমেছে ক্রিয়েটিনের মাত্রাও। সংক্রমণ আগের থেকে অনেক কমেছে বলে খবর। ভেন্টিলেশন থেকে বাইরে বার হওয়ার পর থেকে বাড়ি যাওয়ার জন্য অস্থির হলেও, বুদ্ধদেব বাবুর ডিসচার্জের তারিখ নিয়ে এখনও কোনও তথ্য মেলেনি।

Buddhadeb Bhattacharya Health Condition : রাজ্য রাজনীতিতে আর বিশেষ আগ্রহ নেই! ছোট্ট ফ্ল্যাটে কী ভাবে দিন কাটে বুদ্ধবাবুর?

মঙ্গলবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম হওয়ায় তাঁকে এক বোতল রক্ত দেওয়া হয়। এদিন সকালে বাম শীর্ষ নেতৃত্ব- সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, বিমান বসু ও সুজন চক্রবর্তী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে আসেন। বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমকে তারাও জানান, আগের থেকে অনেকটাই ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *