CV Ananda Bose : নিয়োগে ভিন রাজ্যের এক্সপার্ট নতুন কী! প্রশ্ন – governor cv anand bose said to bring in experts from foreign states on monday for the sake of transparency


এই সময়: রাজ্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নির্বাচনে ‘স্বচ্ছতার স্বার্থে’ সোমবারই ভিন রাজ্যের বিশেষজ্ঞ আনার কথা বলেছেন আচার্য-রাজ্যপাল সিভি আনন্দ বোস। সে দিন ম্যাকাউটে অস্থায়ী উপাচার্যদের সঙ্গে কো-অর্ডিনেশন বৈঠকের পরে এই ঘোষণার সময়ে আচার্য জানিয়েছিলেন, ভিসি-দের পরামর্শ মেনেই তিনি এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। কিন্তু রাজ্যের শিক্ষামহলের প্রশ্ন, এ আর নতুন কী! তাঁরা মনে করিয়ে দিচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগের সিলেকশন কমিটিতে বরাবরই রাজ্যের বাইরের বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হয়। বিষয়টি না জেনেই আচার্য-রাজ্যপাল ওই মন্তব্য করেন বলে বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি।

CV Ananda Bose : আর ভিসি নন, তবে ইসি-তে আইনজীবী পাঠালেন রাজ্যপাল
পাশাপাশি, ভিসি-দের পরামর্শ মেনে বোস এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানোয় রাজ্যের প্রবীণ শিক্ষাবিদদের অভিযোগ – অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে অবসরপ্রাপ্ত আইপিএস-দের ভারপ্রাপ্ত উপাচার্য করেছেন আচার্য। এ তারই পরিণতি। কারণ এই অস্থায়ী উপাচার্যদের অনেকেরই বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। যার জেরে উচ্চশিক্ষায় সঙ্কট বেড়েই চলেছে।

Bratya Basu : ‘উচ্চশিক্ষায় হস্তক্ষেপ’ বনাম ‘জো বিত গয়ি’!
কলকাতার প্রাক্তন উপাচার্য তথা এক সময়ে বিজ্ঞানের ডিন (২০১৩-১৬ পর্যন্ত) আশুতোষ ঘোষ বলেন, ‘নিয়োগের সিলেকশন কমিটিতে পাঁচ প্রতিনিধির চারজনই ভিন রাজ্য থেকে আসেন।’ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বাসব চৌধুরী (২০১৫-২০২১) বলেন, ‘বাংলা বাদে বাকি বিষয়ে শিক্ষক নিয়োগে ভিন রাজ্যের বিশেষজ্ঞরাই ছিলেন। শিক্ষক পদপ্রার্থীরা লিখিত পরীক্ষাও দিতেন এঁদের সামনে।’

CV Ananda Bose : এখনও কেন পদে? বোসের প্রশ্নে সুহৃতা
কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক সনাতন চট্টোপাধ্যায় আবার অন্য অভিযোগ জানাচ্ছেন। তাঁর কথায়, ‘বিশ্ববিদ্যালয়ের সব বিভাগেই শিক্ষক সংখ্যা অনুমোদিত পদের অর্ধেক। অথচ অস্থায়ী উপাচার্য, সেনেট বা সিন্ডিকেটের সদস্য মনোনয়নে আচার্য যতটা তৎপর, শিক্ষক নিয়োগে তার বিন্দুমাত্র নেই। গত এক বছরে আচার্যের মনোনীত বিশেষজ্ঞরাও নেই। ফলে কোনও বিষয়েই শিক্ষক নিয়োগের কমিটি তৈরি করা যাচ্ছে না।’ রাজ্যপাল যদিও সোমবার আশ্বাস দিয়ে বলেছেন, ‘শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণ করা হবে। সিন্ডিকেট, কোর্ট, কাউন্সিলের সব সদস্যও নিয়োগ করা হবে।’

এ দিকে, আজ বুধবার ‘উচ্চশিক্ষায় সঙ্কট ও চ্যালেঞ্জ’ শীর্ষক জাতীয় কনভেনশন হবে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। সেখানে আলোচনায় থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যোগেন্দ্র যাদবরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *