Food Inspector Recruitment : ‘কেন রেকর্ড নেই-কী করেন?’ বেআইনি নিয়োগ অভিযোগ মামলায় রাজ্যের কর্তাকে ভর্ৎসনা হাইকোর্টের – calcutta high court case hearing about food safety inspector recruitment scam


আরও এক বেআইনি নিয়োগে অভিযোগ। এবার বেআইনি নিয়োগের অভিযোগ জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক পদে। প্যানেল প্রকাশ না করে নিয়োগ হয়েছে বলে অভিযোগ। এমনকী ইন্টারভিউ না নিয়েই নিয়োগের অভিযোগ উঠেছে। ঘটনায় হাইকোর্টে দায়ের হয়েছে মামলা।

ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। সেই বছর রাজ্যের বিভিন্ন জেলায় খাদ্য সুরক্ষা আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। ৩০টি শূন্যপদ ঘোষণা করা হয়। ৪ জনকে নিয়োগও করা হয়। এরপরেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা স্যাটের দ্বারস্থ হন স্বামী শেখ নামে এক চাকরী প্রার্থী। তাঁর অভিযোগ ছিল, এই নিয়োগে বেনিয়ম হয়েছে। প্যানেল প্রকাশ না করেই করা হয়েছে নিয়োগ। এমনকী ইন্টারভিউও নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ওই চাকরি প্রার্থী। ওই ব্যক্তির আরও অভিযোগ ছিল, ৪ জনকে নিয়োগ করার পরে তাঁকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল।

Recruitment Scam In West Bengal : পুরসভা নিয়োগ দুর্নীতিতে নজরে শান্তিপুর, আধিকারিকদের তলব CBI-এর
স্বামী শেখের অভিযোগের প্রেক্ষিতে রেকর্ড চেয়ে পাঠায় স্যাট। যার প্রেক্ষিতে রাজ্য জানায়, চারজনকে নিয়োগ করা হয়েছে। তবে মামলাকরী অসুস্থ থাকায় তাঁকে নিয়োগ করা হয়নি। তারপর রেকর্ড চেয়ে পাঠায় স্যাট। কিন্তু রাজ্য জানায় কোনও তথ্য নেই। তারপর মামলা খারিজ হয়ে যায়।

Manik Bhattacharya: সাঁড়াশি জেরা ইডি-সিবিআইয়ের, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ৯৯ পাতার চার্জশিট
হাইকোর্টের দ্বারস্থ স্বামী শেখ
এরপর উচ্চ আদালতের দ্বারস্থ হন স্বামী শেখ। এদিন সকাল সাড়ে ১০টায় মামলার শুনানি শুরু হয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। রেকর্ড চায় আদালত। কিন্তু রেকর্ড পেশ করতে পারেনি রাজ্য। যার জেরে দুপুর ২টোর সময় রেকর্ড-সহ আধিকারিকদের তলব করা হয়। এরপর ফের শুনানি শুরু হলে ল অফিসারকে ভর্ৎসনা করে আদালত। বিচারপতি প্রশ্ন করেন, কেন রেকর্ড নেই? কী করেন? দায়িত্বজ্ঞানহীন! একইসঙ্গে স্বাস্থ্যসচিবকে প্রশ্ন করা হয়, কেন রেকর্ড নেই? কী ভাবে তালিকা প্রকাশের আগেই নিয়োগ? এই বিষয়ে স্বাস্থ্যসচিবকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেন বিচারপতি।

TET Recruitment 2022: ২০২২ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত, একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যে। তার মধ্যে যেমন রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি, তেমনই রয়েছে পুরসভা গুলিতে নিয়োগ দুর্নীতিও। আদালতে চলছে বেশকিছু মামলাও। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। ধৃতদের মধ্যে আছেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো হাই প্রোফাইলরাও। এই সমস্ত দুর্নীতিকে ঘিরে শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নেমেছেন বিরোধীরাও। তারই মাঝে এবার উঠে এল নিয়োগ ক্ষেত্রে নতুন এক অনিয়মের অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *