Kolkata Local Train: রেললাইনে ধস! শিয়ালদা নৈহাটি শাখায় রেল চলাচল ব্যাহত ও বাতিল ট্রেন


Sealdah Naihati Local Time Table: সাতসকালে ফের ব্যাহত শিয়ালদা শাখায় ট্রেন চলাচল। রাতভর প্রবল বৃষ্টিতে ধস রেললাইনে। ধসে গিয়েছে রেললাইনের পাশের মাটি। এর জেরে শিয়ালদা মেনলাইনে ব্যাহত ট্রেন চলাচল। শিয়ালদা ও নৈহাটি শাখায় ব্যাপক ভোগান্তি যাত্রীদের। সকাল থেকে এখনও পর্যন্ত ৫টি ট্রেন। অফিস টাইমে এই বিপত্তিতে স্টেশনে স্টেশনে ভিড় যাত্রীদের। সকাল থেকে নাগাড়ে বৃষ্টি, তার মধ্যে সময়ে ট্রেন না পেয়ে সাংঘাতিক সমস্যা যাত্রীরা।
Naihati Junction: ট্রেনের নীচ থেকে উদ্ধার সন্দেহজনক প্যাকেট! ব্যাপক চাঞ্চল্য নৈহাটি স্টেশনে

রেল সূত্রে খবর, শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মধ্যে আপ লাইনের ধারে মাটি ধসে বিপত্তি। কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে এই মাটি ধসে যাওয়ার ঘটনাটি ঘটেছে। অনুমান, একটানা বৃষ্টিতে রেললাইনের পাশের মাটি আলগা হয়ে গিয়েই এই বিপত্তি। বুধবার ভোর পৌনে ছ’টা নাগাদ কাঁকুড়গাছি কেবিন ও বিধাননগর রোড স্টেশনের মাঝে আপ সাবার্ন লাইনে ধস নামার বিষয়টি নজরে আসে।রেল কর্মীদের কাছে খবর পৌঁছতেই সঙ্গে সঙ্গে মেরামতির উদ্যোগ নেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ চলছে বলে জানা গিয়েছে। সঠিক সময়ে বিষয়টি নজরে না আসলে ট্রেন বেলাইন হয়ে বড় বিপত্তি ঘটার সম্ভাবনা ছিল।

Jammu Tawi Express : সিগন্যাল ভেঙে ভুল ট্র্যাকে ছুটল জম্মু-তাওয়াই এক্সপ্রেস, কলকাতামুখী ট্রেনে আতঙ্কে যাত্রীরা

শিয়ালদার অন্যতম ব্যস্ত শাখায় এই বিপত্তিতে ব্যাপক প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। শিয়ালদা অফিস টাইমের চাপ সামাল দিতে অন্য লাইন দিয়েও চালানো হচ্ছে বেশ কিছু ট্রেন। তবে তাতেও চাপ পুরোপুরি সামলানো এখনও সম্ভব হয়নি। এক শিয়ালদা ও বিধাননগরের মাঝের লাইন খুবই গুরুত্বপূর্ণ। লোকাল ট্রেন ছাড়াও, বেশ কিছু ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনও চলে। শিয়ালদা নৈহাটি শাখার ট্রেনও অন্য লাইনে চালানো হতে চাপ অন্য ট্রেনেও। এমনিতেও বৃষ্টির কারণে সমস্ত জায়গাতেই গাড়ির গতি স্লথ।
Siliguri News : ট্রেনের শৌচাগারে উদ্ধার পাখি-মাছ-কুকুর! ছুটে এল রেল পুলিশ, ব্যাপারটা কী?

অন্যদিকে, এই ধসের ঘটনায় রেললাইনের রক্ষণাবেক্ষণ নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে যেখানে ধস নেমেছে, তার পাশেই নির্মাণের কাজ চলছিল। নির্মাণের প্রয়োজনে খোঁড়া হয়েছিল গর্ত। রেললাইনের পাশের মাটিও কাটা হয়েছিল বলে জানা গিয়েছে। রাতভর বৃষ্টিতে জলে ভরে গিয়েছে গর্ত। এর জেরে রেললাইনের পাশের মাটি আলগা হয়েই এই বিপত্তি বলে অনুমান। যদিও আপাতত যুদ্ধকালীন তৎপরতায় বালির বস্তা ও মাটি ফেলে রেললাইন মেরামতি করা হচ্ছে। একইসঙ্গে এরকম ঘটনা আবারও হতে পারে ভেবে আশঙ্কিত রেলযাত্রীরা। কারণ এদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে সপ্তাহের মাঝেই ব্যাপক দুভোর্গের শিকার নিত্যযাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *