Mamata Banerjee Job Announcement : রাজ্যে ফের শিক্ষক পদে নিয়োগ, ঝাড়গ্রামের ঝুলিতে বিরাট প্রাপ্তি! সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী – mamata banerjee announce 844 santali teacher recruitment on vacant post


রাজ্যে শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য একের পর এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই সাঁওতালি সহ আঞ্চলিক ভাষায় গুরুত্ব আরোপ সহ নিয়োগ প্রসঙ্গে একাধিক নয়া ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মাদ্রাসাগুলিকে স্বীকৃতি এবং পড়ুয়াদের জন্য রাজ্যের বিভিন্ন স্কিমের ঘোষণা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়…

এদিন মাদ্রাসাগুলিকে রাজ্য সরকারের স্বীকৃতি দেওয়া নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “৭০০ মাদ্রাসাকে স্বীকৃতি দেব। এছাড়াও একটি বিশেষ ধরনের মাদ্রাসা রয়েছে যারা ইসলাম ধর্ম নিয়ে পড়ায়। এটা তাদের স্বাধীনতা। আমরা সেখানে হস্তক্ষেপ করব না। আমরা বলেছি একটি সার্ভে করা হবে। যারা আগ্রহী সেই মাদ্রাসাগুলিকে সরকারি খাতায় রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে। যদি মাদ্রাসাগুলি সরকারি রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে তাদের ছাত্রছাত্রীদের কন্যাশ্রী, সবুজ সাথী, স্মার্ট ফোনের সুবিধা পাবে। যদি রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে এই সুবিধাগুলি পায় না তারা।”

West Bengal Government Holiday List 2023 : রাজ্যে বাড়ল আরও ২ ছুটির দিন, বড় ঘোষণার মমতার
এই গোটা কাজের জন্য একটি নির্দিষ্ট কমিটি গঠনের কথাও ঘোষণা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আর এই নিয়ে সরকার নিজে কিছু করবে না। রাজ্য সরকার ‘স্টেট লেভেল হাইপাওয়ার কমিটি’ গঠন করবে। এই কমিটিই আবেদনকারী মাদ্রাসাগুলিকে রেজিস্ট্রেশন দেওয়া হবে কিনা খতিয়ে দেখবে। এই কমিটিতে থাকবেন ইমাম, ইসলাম সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং বিশিষ্টজনেরা। আমরা চাই সংখ্যালঘু ছেলেমেয়েরা এগিয়ে আসুক।”

Mamata Banerjee : ‘আমরা নবান্ন দখল করিনি, পড়েছিল তাই গিয়েছি’! হঠাৎ বিধানসভায় কেন বললেন মমতা?
সাঁওতালি ভাষায় শিক্ষায় গুরুত্ব আরোপ…

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “সাঁওতালি ভাষা প্রচার করা হবে।” ‘ডেডিকেটেড ব্রাঞ্চ ফর সাব রিজিওনাল ল্যাঙ্গোয়েজ’-এর কথা এক্ষেত্রে উল্লেখ করেছেন তিনি।

তাঁর কথায়, “৮৪৪টি পদে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়াও ঝাড়গ্রামে প্রতি ব্লকে ১টি সাঁওতালি মাধ্যম (ইংরেজি পড়াশোনা সহ) সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল হস্টেলের সুবিধা সহ তৈরি করা হবে। যদি তা সফল হয় সেক্ষেত্রে অন্যান্য জেলাতেও একই পদক্ষেপ করা হবে। ঝাড়গ্রামের বিএড কলেজেও সাঁওতালি ভাষাকে মান্যতা দেওয়া হবে।”

Mamata Banerjee Nusrat Jahan : ‘ওরকম ডিরেক্টর তো কত আছে…’, নুসরত কাণ্ডে মুখ খুললেন মমতা
রাজবংশী স্কুলে নিয়োগ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়…
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই মুহূর্তে ১৯৮টা রাজবংশী স্কুল চলছে। সেখানে যাঁরা পড়ান তাঁদের ডিগ্রি খতিয়ে দেখা হচ্ছে। যাঁরা যোগ্য তাঁদের নিয়ম মেনে প্যারা টিচার পদেও নিয়োগ করতে রাজি রাজ্য। যাঁদের ডিগ্রি নেই অথচ পড়াচ্ছেন তাঁদের আইন মেনে অশিক্ষক কর্মী হিসেবে কোনও ব্য়বস্থা করা যায় কিনা সেই দিকটি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তাঁদের ডিগ্রি অর্জনের জন্য সময় দেওয়া হবে। এই নিয়ে একটি সার্ভে চালানো হচ্ছে। সেই মোতাবেক নেওয়া হবে সিদ্ধান্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *