Mamata Banerjee Nusrat Jahan : ‘ওরকম ডিরেক্টর তো কত আছে…’, নুসরত কাণ্ডে মুখ খুললেন মমতা – mamata banerjee west bengal chief minister open mouths on nusrat jahan flat controversy


ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে। বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফাই দিয়েছেন অভিনেত্রী-সাংসদ। এবার নুসরতের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক বড় ঘোষণা করেছেন তিনি। নুসরতের বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মমতা বলেন, ‘আমি এই ব্যাপারে এখানে আলোচনা করতে চাই না। এটা ওঁদের কী ব্যাপার আমি জানি না। না জেনে এই ব্যাপারে কোনও মন্তব্য করা ঠিক হবে না।’

Nussrat Jahan: ‘যা বলা হচ্ছে তা হাফ মেড স্টোরি’, ফ্ল্যাট দুর্নীতি মামলায় নাম জড়ানোয় মুখ খুললেন নুসরত
মমতা আরও বলেন, ‘কেউ গিয়ে কারও বিরুদ্ধে অভিযোগ করতে পারে। অভিযোগ করার আগেই মিডিয়া ট্রায়াল করে দিচ্ছেন! অভিযোগ আগে দেখুন সত্যি কি না। ইডি-সিবিআই যেটা বলল সেটা এক তরফা। অভিযোগ প্রমাণ হওয়ার আগে সংবাদমাধ্যমের দ্বারা দোষী সাব্যস্ত করে দেওয়া হল। যদি অভিযোগের সত্যতা থাকে, তবে আইন আইনের পথেই চলবে।’

মুখ্যমন্ত্রী এদিন ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধেও সরব হয়েছেন। তিনি বলেন, ‘আমাকে একজন বলছিল, ওদের (পড়ুন বিজেপি) একজন সাংসদের নামে অনেক অভিযোগ করা সত্ত্বেও ইডি কোনও ব্যবস্থা নেয়নি। আমি নামটা আর বলছি না। যাঁরা সরাসরি চিটফান্ডের সঙ্গে যুক্ত ছিল, মালিকের সঙ্গে বিদেশে ঘুরতে গিয়েছিল। সব তথ্য থাকা সত্ত্বেও তাঁদের কেন ডাকা হয় না। একই আইন বিরোধীদের জন্য একরকম, শাসকের জন্য অন্যরকম।’

Abhishek Banerjee : আরও জোরালো প্রতিবাদ বিজেপির, এবার ডায়মন্ডহারবারেই অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
তবে সরাসরি নুসরতের পাশেও দাঁড়াননি মমতা। তিনি বলেন, ‘নুসরতের মামলা নুসরত লড়বে। আইনজীবীরা কথা বলতে পারেন। এটা আমার কোনও ব্যাপার নয়। ব্যক্তিগতভাবে কারও ব্যাপার থাকতে পারে। মালিক যদি কিছু করে থাকে তাহলে আপনাকে কেন ধরবে। নুসরত যদি কোথাও ডিরেক্টর হয়ে থাকে, ওরম ডিরেক্টর তো অনেক রয়েছে। বিজেপি নেতারা ২০-২২ জন সেন্ট্রাল পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কীভাবে এঁদের অপব্যবহার করা হচ্ছে। যেখানে গন্ডগোল হচ্ছে, সেখানে এদের পাঠালে ভালো হতো। নিজের জন্য লড়াই কররা অধিকার সকলের রয়েছে। আমি না জেনে এটা নিয়ে কোনও কথা বলব না।’

Sayantika Banerjee News : ‘নিন্দুকদের বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে হয়…’, ‘মহানায়ক’ পুরস্কার বিতর্কে মুখ খুললেন সায়ন্তিকা
অন্যদিকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন নুসরত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি কোনও সাফাই দেব না। এই ধরনের কোনও কাজের সঙ্গে আমি যুক্ত নই। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *