Private Tutor Jobs: সরকারি শিক্ষকদের ‘মাদুর শিল্পে’ সার্জিক্যাল স্ট্রাইক? প্রাইভেট টিউটরদের তালিকা তৈরি করছে রাজ্য – west bengal government starts investigation that which teachers are taking private tution


Private Tuition: একদিকে নিয়োগ দুর্নীতি ও অন্যদিকে নিয়োগের দাবি শিক্ষক বিক্ষোভে উত্তাল রাজ্য। দুর্নীতির তদন্তে জেলায় জেলায় যেসব স্কুলে ভুয়ো শিক্ষক নিযুক্ত হয়েছে সেখানকার প্রধান শিক্ষক-শিক্ষিকাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দারা। এবার কর্মরত শিক্ষকদের কপালেও চিন্তার ভাঁজ রাজ্য সরকারের পদক্ষেপে। নিয়োগ দুর্নীতি তদন্তের মাঝেই বিভিন্ন জেলার কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে সরকারি তরফে। জেলায় জেলায় কোন কোন শিক্ষক স্কুলে পড়ানোর পাশাপাশি প্রাইভেট টিউশনও করেন সেই বিষয়ে খোঁজখবর নিচ্ছে সরকার।
Teacher Transfer : প্রশাসনিক কারণে শিক্ষক বদলির নির্দেশ বৈধ: হাইকোর্ট

সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের জন্য প্রাইভেট টিউশনি করা নিষিদ্ধ। রাজ্যে সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করা অবৈধ বলে আগেই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। মধ‌্যশিক্ষা পর্ষদের তরফে ২০১৮ সালে জারি করা রুল অনুযায়ী, পর্ষদের আওতাভুক্ত সরকারি স্কুল বা সরকার পোষিত স্কুলে কর্মরত শিক্ষকেরা নিজের বাড়িতে বা কোনও প্রতিষ্ঠানে পড়ালে তা নিয়মবিরুদ্ধ। এরপরেও কেউ প্রাইভেট টিউশন চালিয়ে গেলে তা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ।
SSC Scam West Bengal: SSC-র প্রকাশিত ‘অনিয়ম’ তালিকায় বিদায়ী জেলা পরিষদ সভাধিপতি, মুখ খুললেন তৃণমূল নেত্রী

চলতি বছরের মে মাসে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করানো নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এই বিষয়ে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তিন মাসের মধ্যে ব‌্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এরপরে ফের নড়চড়ে বসে স্কুল শিক্ষা দফতর।
Justice Abhijit Ganguly : ‘আদানিকে স্কুল বেচে দিন…’, শিক্ষকদের ‘দুর্দশা’ দেখে মন্তব্য ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক দীপঙ্কর দাস জানিয়েছিলেন, অ্যাসোসিয়েশনের তরফ থেকে জেলায় জেলায় প্রাইভেটে পড়ানো শিক্ষকদের তালিকা তৈরি করবে বলে জানান। উল্লেখ্য, একটি সংস্থার তরফে রাজ্য স্কুল শিক্ষা দফতরে অভিযোগ জানানো হয়, যে সরকারি স্কুলের অনেক শিক্ষক শিক্ষিকাই প্রাইভেটে পড়াচ্ছেন। অনেকের বিরুদ্ধে আবার স্কুলের পড়ুয়াদের প্রাইভেটে এসে পড়ার জন্য চাপ সৃষ্টি করারও অভিযোগ ওঠে। এই মর্মেই দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। আদালতের নির্দেশেই জেলায় জেলায় নিয়মভাঙা শিক্ষক শিক্ষিকাদের তালিকা তৈরি করছে স্কুল শিক্ষা দফতর।

রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর ২৪ পরগনায় সিংহভাগ সরকারি স্কুল শিক্ষকের প্রাইভেটে পড়ানোর নজির মিলেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে সরকার বলে খবর। স্কুল শিক্ষকদের প্রাইভেট-এ পড়ানোর প্রবণতা বন্ধ করতেই কঠোর হচ্ছে স্কুল শিক্ষা দফতর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *