SLST Recruitment Scam : ‘…ওঁরা আমাদের ভাইবোন’, MLA হস্টেলের বিক্ষোভ নিয়ে মন্তব্য দুর্নীতিতে অভিযুক্ত TMC বিধায়কের – tapas saha nadia tmc mla opens mouth on slst protest near kyd street mla hostel


বিধানসভার অধিবেশন চলছে। এর মধ্যেই বুধবার কিড স্ট্রিটের MLA হস্টেলের সামনে ধুন্ধুমার। বিধায়ক আবাসের গেট আটকে তুমল বিক্ষোভ SLST চাকরি প্রার্থীদের। হাতে পোস্টার নিয়ে এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীর। স্বচ্ছতার সঙ্গে চাকরি নিয়োগে দাবিতে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। অধিবেশনে যাওয়ার মুখে বিধায়ক আবাসে আটকে পড়েন শাসক থেকে বিরোধী সবদলের বিধায়করা।

SLST চাকরি প্রার্থীদের এই আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে নদিয়ার এই বিধায়কের বিরুদ্ধে। একাধিকবার তাপসকে তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তাপসের তেহট্টের বাড়িতেও অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তাপসই বিক্ষোভরত চাকরি প্রার্থীদের নিয়ে এদিন মুখ খুলেছেন।

SSC Recruitment Scam : চাকরিপ্রার্থীর হাতে কামড়! পুলিশ কনস্টেবলকে ৩০ হাজার জরিমানা মানবাধিকার কমিশনের
কী বললেন নিয়োগ দুর্নীতি অভিযুক্ত তৃণমূল বিধায়ক?

বিধায়ক আবাসে আটকা পড়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস বলেন, ‘একটা গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার অবশ্যই রয়েছে। কিন্তু সেই আন্দোলন শান্তিপূর্ণ হলেই ভালো। শান্তিপূর্ণ আন্দোলন হোক না, আমরা ওঁদের সঙ্গে রয়েছি। ওঁরাও তো আমাদের ভাইবোন, একদম ঘরের ছেলে মেয়েদের মতো। ওঁদের চাকরি হোক সেটা আমরাও চাই। কোন গেরোয় ওঁদের চাকরি আটকে রয়েছে, সেটা আমরাও ঠিক জানি না। কিন্তু এভাবে কাউকে আটকে রেখে আন্দোলন হয় না।’

Manik Bhattacharya: সাঁড়াশি জেরা ইডি-সিবিআইয়ের, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ৯৯ পাতার চার্জশিট
তৃণমূল বিধায়ক আরও জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের দাবি বিধানসভা তোলা হবে। তাপস বলেন, ‘এতদিন ওঁরা আমাদের কাছে আসেননি। আজ এসেছেন যখন, বিধানসভায় বিষয়টি আমরাও বলব। ওঁদের দাবি মেনে বিধানসভায় বিষয়টি তোলা হবে।’

MLA হস্টেলের সামনে বিক্ষোভ নিয়ে মুখ খুললেন স্পিকার

বিধায়ক আবাসের বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এর মধ্যে কোনও ইন্ধন বা প্ররোচনা থাকতে পারে। বিধায়ক আবাসে ডেপুটেশন জমা দেওয়ার কোনও বিষয়ই নেই। চাকরি প্রার্থীদের কোনও দাবি থাকলে সেটা শিক্ষামন্ত্রীকে বলতে পারেন। কিন্তু বিধানসভায় আসার সময় নির্বাচিত জনপ্রতিনিধিদের আটকে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয় বলেই আমরা মনে করি।’

SSC Scam West Bengal: SSC-র প্রকাশিত ‘অনিয়ম’ তালিকায় বিদায়ী জেলা পরিষদ সভাধিপতি, মুখ খুললেন তৃণমূল নেত্রী
উল্লেখ্য হঠাৎ করে এদিন কিড স্ট্রিটের বিধায়ক আবাসের সামনে বিক্ষোভ দেখাত শুরু করে চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি, বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হলে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে কোনও আলোচনা হচ্ছে না। খবর পেয়ে সেখানে আসে বিশাল পুলিশ বাহিনী। চাকরি প্রার্থীদের একপ্রচার টেনে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *