গ্রামীণ কর্মসংস্থানে জোর, উত্তরবঙ্গের প্রথম হস্তশিল্প হাব হচ্ছে মালদায়


Malda জেলায় এবার তৈরি হতে চলেছে Handicrafts Hub। রাজ্যে হস্তশিল্প প্রসারের জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। অগাস্টের শুরু থেকে ইতিমধ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যেও ঋণ প্রদান কর্মসূচি শুরু হয়েছে। তবে এবার উত্তরবঙ্গের জেলা শিল্পীদের অগ্রগতি প্রদানে মালদা জেলায় হস্তশিল্প হাব তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Malda News : বৃষ্টির অভাবে মাটি ফেটে চৌচির, হা হুতাশ মালদার কৃষকদের
জানা গিয়েছে, মালদা জেলার গাজোল ব্লকের আদিনা গ্রাম পঞ্চায়েতের মজলিস গ্রামে এই হস্তশিল্প হাব তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মূলত পাট ও বাঁশজাত দ্রব্য দিয়ে এই হাবকে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অত্যাধুনিক মনের যন্ত্রপাতি সহকারে এই হাব জেলার শিল্পীদের কর্মসংস্থানের পথ প্রশস্ত করবে বলেই মনে করা হচ্ছে।

Malda Medical College : রোগী মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার মালদা মেডিক্যালে, সমস্যা সমাধানে জুনিয়র চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা
মালদা জেলা শিল্প কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার ক্লাস্টার তৈরি করে এই হাব নির্মাণ করবে। এখানে একাধারে জেলার শিল্পীরা নিজেদের কাজের জায়গা খুঁজে পাবেন, পাশাপাশি শিল্পীদের ভালো সংস্থানের সুযোগ হতে পারে এই হস্তশিল্প হাব থেকে বলেই ধারণা জেলা শিল্প কেন্দ্রের।
প্রাথমিকভাবে, পাট ও বাঁশ থেকে তৈরি করা বিভিন্ন জুয়েলারি, টেবল ল্যাম্প, ট্রে, পাপোশ, ঝুড়ি, পুতুল, সহ গৃহসজ্জার নানান সামগ্রী তৈরি হবে এই হস্তশিল্প হাবে। ইতিমধ্যে জেলার মহিলা শিল্পীদের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হস্তশিল্প আরও উন্নত করতে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Malda News : খেলার মাঠ &amp#39;চুরি&amp#39;, কাঠগড়ায় পুরসভা
প্রশিক্ষণ প্রাপ্ত শিল্পীরা এই হাবে তাঁদের শিল্পকর্ম বিক্রি করার সুযোগ পাবেন। তবে শুধু এ রাজ্যেই নয়, বাংলার শিল্পকর্ম পাড়ি দেবে ভিন রাজ্যেও। মুম্বাই, চেন্নাই, গোয়া, দিল্লিতে এই হস্তশিল্প সামগ্রী রপ্তানি করাও হবে। শিল্পীদের জন্য রোজগারের সুযোগ অনেকাংশে বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Giant Catla Fish Video : ৫০ কেজির দৈত্যাকার কাতলা! বাজারে শুরু হুড়োহুড়ি

মালদা জেলার গাজোল এলাকার শিল্পীদের বাঁশ ও পাটের তৈরি জিনিসের বিশাল কদর রয়েছে। এই সমস্ত সামগ্রীর রাজ্যের বাইরেও বিপুল চাহিদা রয়েছে। শিল্পীরা মূলত হাত দিয়ে এই শিল্পকর্ম করে থাকেন। সেক্ষেত্রে হস্তশিল্প হাব তৈরি হলে সেখানে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এই ধরনের শিল্পকর্ম তৈরি করার সুযোগ পাবেন শিল্পীরা। যত বেশি সংখ্যক শিল্পীদের এই কাজে নিযুক্ত করার চেষ্টায় রয়েছে জেলা শিল্পকর্ম বিভাগ। শিল্পীরা মনে করছেন, আধুনিক যন্ত্রপাতি সাহায্যে ঘরোয়া সামগ্রী তৈরির কাজটি অনেক সহজ হবে। পাশাপাশি, রোজগারের পথও আরো মজবুত হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *