পাহাড়ের হোম স্টে সংক্রান্ত তথ্য নিয়ে চালু হচ্ছে অ্যাপ, পর্যটকদের মুশকিল আসান হবে সহজেই


পাহাড়ের নিরিবিলি সৌন্দর্য্যের স্বাদ নিতে Home Stay-এর জুড়ি মেলা ভার। অনেকেই বিলাস বহুল হোটেল ছেড়ে প্রত্যন্ত পাহাড়ি গ্রামের কোণায় সুসজ্জিত হোম স্টে গুলোকেই বেছে নিচ্ছেন উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে। এবার হোম স্টের সমস্ত তথ্য বাড়িতে বসে পেয়ে যাবেন একটি অ্যাপ থেকেই। পর্যটকদের সুবিধার্থে পাহাড়ের সমস্ত হোম স্টে গুলির তথ্য নিয়ে Mobile App আনতে চলেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন।

Darjeeling Weather : পাহাড়ে ট্যুরের প্ল্যান চলতি সপ্তাহে? আবহাওয়ার আপডেট শুনলে মন খারাপ হবে আপনারও
বেশ কয়েক বছর যাবৎ দার্জিলিং, কালিম্পং, কর্শিয়াং থেকে শুরু করে সান্দকফু, লাভা, লোলেগাওঁ সহ একাধিক জায়গায় প্রচুর হোম স্টে নির্ভর পর্যটন গড়ে উঠেছে। পরিসংখ্যান বলছে, দার্জিলিং এই রয়েছে প্রায় ১০৭০ টি হোম স্টে। একদিকে, পাহাড়ি মানুষের কিছুটা আর্থিক সংস্থান, অন্যদিকে সস্তায় মাথা গোঁজার ঠাঁই খুঁজে নিতে পেরে খুশি পর্যটকরা।

Darjeeling Toy Train : ফের দু&amp#39;মাস বন্ধ থাকছে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন, কারণ জানাল রেল
ইতিমধ্যেই হোম স্টে নির্ভর পর্যটনের বিষয়টি নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে রাজ্যের পর্যটন বিভাগ। এর মধ্যেই সব হোম স্টে গুলিকে এক ছাদের তলায় এনে মোবাইল অ্যাপ্লিকেশন বানানোর ব্যবস্থা করল জিটিএ। হোম স্টে সংক্রান্ত যাবতীয় তথ্য এই অ্যাপে তুলে ধরা হবে। বাড়িতে বসেই আপনি উত্তরবঙ্গে যে কোনও কোণার ছোট্ট মিষ্টি গ্রামের হোম স্টের খোঁজ পেয়ে যাবেন।

North Bengal Weather Report : পাহাড় জুড়ে মেঘ-রোদ্দুরের লুকোচুরি? জানুন উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
প্রাথমিক ভাবে, পাহাড়ের সমস্ত হোম স্টেগুলির নাম নথিভুক্ত করার কাজ চলছে। সমস্ত হোম স্টেগুলিকে জিটিএর অধীনে রেজিষ্টেশন করানো হবে বলে জানা গিয়েছে। এরপর সবার তথ্য এক জায়গায় করে মোবাইল অ্যাপ আপলোড করা হবে। হোম স্টের নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর সহ একাধিক তথ্য ওই অ্যাপ থেকে পেয়ে যাবেন পর্যটকরা।
এই মোবাইল অ্যাপটি প্লে স্টোর দেওয়া হবে, যাতে সমস্ত পর্যটক যে কোনও প্রান্ত থেকে বসে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাঁদের প্রয়োজনীয় তথ্য পেয়ে যেতে পারেন। পুজোর আগেই যাতে এই অ্যাপ চালু করা যায়, সেরকম লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেইমতো জোরকদমে অ্যাপ তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে।

Darjeeling Viral: বৃষ্টিভেজা দার্জিলিঙে প্রেমের আনাগোনা!

এছড়াও জানা গিয়েছে, দার্জিলিং জেলার সান্দাকফু, টংলু, বাতাসিয়া লু, লামাহাটা, সিটং সহ প্রায় ৫০টি দর্শনীয় স্থান নিয়ে একটি বই তৈরির কাজও হচ্ছে। সেই বইটিতে ছবি, বর্ণনা সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। পুজোর আগেই এই বইটি প্রকাশ করার টার্গেট নেওয়া হয়েছে। রাজ্যের পর্যটন বিভাগের ওয়েবসাইট থেকেও যাতে এই বইটি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়, সে ব্যাপারেও চিন্তাভাবনা করা হয়েছে।
পুজোর সময় এমনিতেই পর্যটকদের ভিড়ে উপচে পড়ে পাহাড়ের একাধিক জায়গা। দার্জিলিং, কালিম্পং শহর ব্যতীত প্রত্যন্ত গ্রামে গিয়েও ছুটির আমেজ নিতে আগ্রহী হয়েছেন পর্যটকরা। পাহাড় জুড়ে পর্যটনের রমরমা আরও বাড়াতেই এই ধরনের পুস্তিকা, মোবাইল অ্যাপ বানানোর কথা ভাবা হচ্ছে বলেই জানানো হয়েছে জিটিএর তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *