Nusrat Jahan: বুধবার সাংবাদিক বৈঠক করে নুসরত দাবি করেন, ‘শ্যুটিংয়ের জন্য আউটডোরে ছিলাম। তবে আমি কৈফিয়ৎ দিতে এখানে আসিনি। কৈফিয়ৎ তারা দেয়, যারা ভুল করে। আমি আপনাদের কাছে এসেছি, কারণ মিডিয়া ট্রায়াল চলছে। এটি আদালতের বিচারাধীন বিষয়। এখন যে কেস কোর্টে পেন্ডিং আছে, সেই জুডিশিয়াল ম্যাটারে ইন্টারফেয়ার করা কোনও সভ্য সমাজের কাজ নয়।’ নুসরতের এই অ্যাটিটিউড নিয়ে উঠেছে প্রশ্ন। তাহলে সত্যিই কি জবাব নেই নায়িকার কাছে। এই বিষয়ে মুখ খুললেন মদন মিত্র।
Updated By: Aug 3, 2023, 04:22 PM IST