১ সেপ্টেম্বর থেকে রাজ্যে দুয়ারে সরকার, নতুন কোন প্রকল্প থাকছে এবার?


ফের রাজ্যে শুরু হতে চলেছে Duare Sarkar ক্যাম্প। আগামী ১ সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। এবারের দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে রাজ্য সরকারের নতুন দুটি প্রকল্পের সুবিধা। এক মাস ধরে দুয়ারে সরকার ক্যাম্প চলবে বলে জানানো হয়েছে।

Duare Sarkar : পরিযায়ী শ্রমিকদের জন্য সুবর্ণসুযোগ, দুয়ারে সরকার শিবিরে অভিনব ব্যবস্থা সরকারের
রাজ্য প্রশাসন সূত্রে খবর, আগামী ১ সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার পর চলবে একমাস ব্যাপী। এর মধ্যে ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। এরপর দ্বিতীয় পর্যায়ে ১৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে।

Duare Sarkar: &amp#39;খেলা হবে&amp#39; প্রকল্পে আবেদনের সুবিধা, পরবর্তী &amp#39;দুয়ারে সরকার&amp#39; শিবির কি সেপ্টেম্বরেই?
গত দুয়ারে সরকার ক্যাম্পে মোট ৩৩টি রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পের সুবিধা দেওয়া হত জন সাধারণকে। এবার আরও দুটি নতুন কর্মসূচি যুক্ত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে। মোট ৩৫ টি কর্মসূচি থাকছে এবারের শিবিরে। যার মধ্যে নতুন হল পরিযায়ী শ্রমিকদের জন্য রেজিস্ট্রেশনের জন্য আবেদন গ্রহণ। পাওয়া যাবে আরও একটি নতুন প্রকল্প।

Duare Sarkar : সরকারের সাফল্য তুলে ধরতে কফি টেবিল বুক
দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, মেধাশ্রী, ভবিষ্যতের ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে। এছাড়াও রয়েছে মাইক্রো ইরিগেশন স্কিম, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পও। রয়েছে ক্রেডিট কার্ড ও মৎস্যজীবী ক্রেডিট কার্ড, জমির পাট্টার জন্য আবেদন করা যাবে এই ক্যাম্প থেকে।
ইতিমধ্যে, দুয়ারে সরকারের পাশাপাশি আলাদা করে সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্প চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বর চালু হয়েছে। ১৮০০৩৪৫১৮৭ (1800345187) নম্বরে যে কোনও সমস্যার জন্য সাধেরণ মানুষকে আহ্বান করা হয়েছে। তবে নতুন করে সরকারি পরিষেবার পাওয়ার জন্য প্রস্তুত থাকবে দুয়ারে সরকার ক্যাম্প।

Duare Sarkar : ১০ বছরের অপেক্ষা, দুয়ারে সরকারে মিলল ভাতা

দুয়ারে সরকার ঠিক ভাবে পালিত হচ্ছে কিনা তার জন্য নজর রাখবে টাস্ক ফোর্স। পাশাপাশি পরিষেবা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই মানুষের কাছে যেতে পারে সেই বিষয়েও নজর দেওয়া হবে। এর আগেও পাহাড়, সাগরের প্রত্যন্ত অঞ্চলেও দুয়ারে সরকার ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল।
এমনকি মোবাইল ক্যাম্প করা হয়েছিল বেশ কিছু জায়গায়। এবারেও সেরকম কিছু বন্দোবস্ত রাখা হতে পারে বলেই মনে করা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগেও এপ্রিল মাসে দুয়ারে সরকার ক্যাম্প করা হয়েছিল। ফের আগামী সেপ্টেম্বর মাসে এই ক্যাম্প করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *