Cattle Smuggling Case : সীমান্তে গুলি, যুবকের মৃত্যু – a young man died in firing by bsf in the area near bangladesh border


এই সময়, কোচবিহার: বিএসএফ-এর গুলিতে মৃত্যু হলো এক যুবকের। কোচবিহারের মাথাভাঙা থানার বাংলাদেশ সীমান্ত লাগোয়া বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। কাঁটাতারের পাশে পড়েছিল গুলিবিদ্ধ যুবকের দেহ। পাশ থেকে দা ও বাঁশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে পাঁচটি গোরু। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মকলেশ্বর হক (৩৫)।

Cattle Smuggling Case : BSF-কে লক্ষ্য করে বোমাবাজি, জওয়ানদের পালটা গুলিতে নিহত গোরু পাচারকারী
বিএসএফ ১৬৯ ব্যাটেলিয়ানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বুধবার ভোর রাতে গোরুপাচারের জন্য কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করে দুষ্কৃতীরা। বিএসএফ বাধা দিতে গেলে পাল্টা হামলা চালানো হয়৷ বিএসএফ আত্মরক্ষায় গুলি চালায়। বাকি অভিযুক্তরা পালিয়ে যায়। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে, দেহে কতগুলি গুলির আঘাতের চিহ্ন ছিল।’

Uttar 24 Parganas: ভয়াবহ ঘটনা! মোবাইল ছিনতাইয়ের পর ২ যুবককে গুলি দুষ্কৃতীর, আশঙ্কাজনক ১
নিহত যুবকের বাড়ি দিনহাটা থানার নয়ারহাট এলাকায়। যে সীমান্ত গ্রামে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে, তা তাঁর বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে। তাতেই প্রশ্ন উঠেছে, গোরুপাচারকারীরা কি ভিনএলাকার বাসিন্দাদের পাচারের কাজে লাগাচ্ছে? নিহত যুবকের দাদা মিজানুর রহমান জানিয়েছেন, তাঁর ভাই বাড়িতেই থাকতেন। তিনি কী কাজ করতেন, তা কারও জানা নেই। কী করে ভাই এত দূরে সীমান্ত এলাকায় গেলেন, তা নিয়ে তাঁদের কোনও ধারণাই নেই বলে দাবি পরিবারের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুয়াশা বা বৃষ্টি হলে দৃশ্যমানতা কম থাকায় সীমান্তে গোরুপাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। বুধবার ভোররাতে ভারী বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে একদল পাচারকারী বাংলাদেশে গোরুপাচারের উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *