Cooch Behar News : কোচবিহারে SP অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি BJP কর্মীদের – bjp workers clash with police over sp office raid in cooch behar


কোচবিহারের নাবালিকা নির্যাতিতার মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে BJP-র যুব মোর্চা ও মহিলা মোর্চার পুলিশ সুপারের অফিস অভিযান ঘিরে উত্তেজনা দেখা দিল। এই অভিযানে প্রথমে ব্যারিকেড ভেঙে ফেলার অভিযোগ ওঠে। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় অভিযানকারীদের। যদিও বিরাট পুলিশবাহিনী থাকায় তাঁরা রাস্তার মধ্যে বসে পড়েন।

আধ ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি চলার পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। BJP-র কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় বলেন, ‘কোচবিহার সহ গোটা বাংলা জুড়ে ব্যাপকভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। উলটে BJP নেতা কর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে তাঁদের ফাঁসাচ্ছে। এসবের বিরুদ্ধে এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ।’

Cooch Behar News : অত্যন্ত লজ্জাজনক! কোচবিহারে নাবালিকা মৃত্যুতে মুখ খুললেন জেলা পুলিশ সুপার
তিনি আরও বলেন, ‘কোচবিহারের ওই নাবালিকাকে অত্যাচার করে মেরে ফেলার ঘটনাতেও পুলিশ আসল সত্য আড়াল করতে চাইছে। ওদের সঙ্গে শাসকদলের নেতাদের যোগাযোগ রয়েছে, তাই দোষীদের এভাবে আড়াল করছে পুলিশ।’

গত ১৮ জুলাই কোচবিহারের এক নাবালিকার উপর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই নাবালিকা। এরপর গত বুধবার ওই নির্যাতিতা নাবালিকার মৃত্যু হয়।

Cooch Behar Minor Girl Death Case : পুলিশকে ‘সবুজ চুরি’ উপহার ABVP-র, নাবালিকার মৃত্যু ঘিরে তোলপাড় কোচবিহার
এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় কোচবিহার মেডিক্যাল কলেজ ও মৃতার গ্রামে। মৃতার দেহ নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে টানাটানি চলে। বিকেলে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর হয়। এই ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত বাপ্পা বর্মন সহ ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতরা বর্তমানে জেল হেফাজতে রয়েছে। এছাড়া বক্সিরহাট থানা এলাকাতেও নির্যাতনের ঘটনায় এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। ওই মহিলা বর্তমানে শিলিগুড়িতে চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে, ঘটনা ধামাচাপা দিতে আসরে নেমেছিল তৃণমুল।

Asansol Assault Case : ছাত্রীকে শারীরিক নিগ্রহ শিক্ষাকর্মীর! ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুলে ধুন্ধুমার
যদিও ওই মহিলার পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁরা পিছু হটে বলে দাবি। ওই ঘটনাতেও মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলায় এদিন পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান BJP-র যুব মোর্চা ও মহিলা মোর্চার কর্মীরা।

এদিকে, গতকালই বানেশ্বর বোকালির মঠ এলাকায় নাবালিকার মৃত্যুর ঘটনার বিক্ষোভে সামিল হন এই এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। রীতিমতো কোচবিহার বানেশ্বর রাস্তার ওপর অবরোধ করে সব পড়ুয়ারা। গ্রেফতার হওয়া দোষীদের ফাঁসির দাবিতে বুধবার এই বিক্ষোভ করে স্কুল পড়ুয়ারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *