Purba Medinipur : পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েতের আসনে টাই, বোর্ড গঠন কে করবে? জল্পনা – due to the tie in the panchayat seats in east medinipur speculation has started about the formation of the board


আগামী ৯ ও ১০ই অগাস্ট পূর্ব মেদিনীপুর জেলার ২২৩ টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হবে। সেই নির্দেশিকা জয়ী প্রার্থীদের পাঠানো হয়েছে। কিন্তু এখনও বেশ অনেকগুলি গ্রাম পঞ্চায়েত টাই হয়ে রয়েছে জেলাতে। এখন দেখার পূর্ব মেদিনীপুর জেলার টাই হয়ে থাকা গ্রাম পঞ্চায়েত কাদের দখলে যাবে। যাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এক নজরে দেখা যাক পূর্ব মেদিনীপুর জেলায় ২২৩ টি গ্রাম পঞ্চায়েতের পরিসংখ্যান –
মোট গ্রাম পঞ্চায়েত – ২২৩
তৃণমূল – ১৩৭
BJP – ৬১
কংগ্রেস – ১
টাই – ২৪

Uttar Dinajpur : মাছের বদলে জালে উঠল ব্যালট বাক্স! করণদিঘিতে অবাক কাণ্ড
জেলায় ২৪ টি টাই হওয়া গ্রাম পঞ্চায়েত কাদের দখলে যাবে তা নিয়ে শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী দল BJP তাদের মত প্রকাশ করেছে৷ অভ্যন্তরীণ দর কষাকষি, হুমকি মতো ঘটনা ঘটলেও দুই রাজনৈতিক দলের জেলা সভাপতিরা আত্মবিশ্বাসী যে তাঁদের দিকেই যাবে এই টাই পঞ্চায়েতগুলি।

Trinamool Congress : এক সপ্তাহে তৃতীয়বার দলবদল, তৃণমূলে যোগ BJP-র পঞ্চায়েত সদস্যার
এই বিষয়ে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি ও প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র বলেন, ‘দেখুন এই নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। কারণ রাজ্যের সব জায়গাতেই আমরাই জয়ী হয়েছি। যে যে জায়গায় ত্রিশঙ্কু হয়ে রয়েছে, সেখানেও এককভাবে আমরাই এগিয়ে আছি।

Mamata Vs Suvendu : ‘লাইট বন্ধ করে জয়’, নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে আক্রমণ মমতার! ‘ভাঙা রেকর্ড’, পালটা শুভেন্দু
এবার মানুষ দেখবেন যে অবৈধভাবে জোট হচ্ছে কিনা। অবৈধ জোট করে যদি বিরোধীরা পঞ্চায়েত দখল করে, তাতে আমাদের কোনও আপত্তি নেই। যেখানে যেখানে আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেখানে আমরা খুব ভালোভাবে বোর্ড গঠন করব’।

Trinamool Congress : বোর্ড গঠন করতে নির্দল প্রার্থীকে পেতে মরিয়া! দর উঠল ৩০ লাখ টাকা
BJP-র তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মানুষের রায়ে আমরা এই জেলায় যথেষ্ট ভালো সাফল্য পেয়েছি। সন্ত্রাস ও ছাপ্পা ভোট না হলে আরও অনেক বেশি আসন পেতাম আমরা। আসলে শাসকদল BJP-কে ভয় পেয়েই এই কাণ্ড করেছে।

নাহলে যেগুলি ত্রিশঙ্কু হয়েছে, সেগুলিও আমাদের দখলেই আসত। আশা করছি এই টাই পঞ্চায়েতগুলি আমাদের দখলে আসবে ও আমরা বোর্ড গঠন করব’। এখন দেখার জেলায় টাই হয়ে থাকা ২৪ টি গ্রাম পঞ্চায়েত কাদের দখলে আসে।

পরিসংখ্যান বলছে, পঞ্চায়েতে সবচেয়ে আসনে বেশি টাই হয়েছে মুর্শিদাবাদে। এখানে ৩০টি গ্রাম পঞ্চায়েত আসনে প্রার্থীর ভাগ্য ঝুলে রয়েছে। এরপরই রয়েছে পূর্ব মেদিনীপুর (২৪), পশ্চিম মেদিনীপুর (২৬), মালদা (২৬), দক্ষিণ ২৪ পরগনা (২৫), উত্তর ২৪ পরগনা (২৩), হাওড়া (২৩)।

পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সবচেয়ে বেশি টাই হয়েছে জলপাইগুড়িতে। এই জেলার ৩ টি পঞ্চায়েত সমিতির আসনে টাই হয়েছে। দক্ষিণ দিনাজপুর ২টি, কোচবিহার, উত্তর দিনাজপুর, বীরভূম ও দার্জিলংয়ের একটি করে পঞ্চায়েত সমিতির আসনে টাই হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *