Rainfall Forecast : সুবর্ণরেখার জলস্তর বৃদ্ধি, ভাঙল ৩ টি ব্রিজ – three bridges on subarnarekha river collapsed due to heavy rain


এই সময়: টানা তিন দিনের বৃষ্টিতে ভেঙে গেল সুবর্ণরেখার উপর তিনটি ব্রিজ। ফলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের একাধিক গ্রাম যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। সুবর্ণরেখার জলের তোড়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক এবং গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মহাপাল থেকে জগন্নাথপুর, আসনবনি থেকে জানাঘাটি এবং শ্যামসুন্দরপুর থেকে চোরচিতার ফেয়ারওয়েদার ব্রিজ ভেঙে গিয়েছে। যার ফলে আলমপুর, পিড়াশিমূল, টোপগেড়িয়া, জগন্নাথপুর, কুড়িচামঠ, বাকড়া, তেঁতুলিয়া, মহাপাল, জাহানপুর, গোয়ালমারা,খাড়বান্ধি, পেটবিন্ধি আকনা, মালঞ্চা, জানাঘাটি, মদনশোল, ভাতহাড়িয়া, করতনালা, বেশবোরিয়া, চোরচিতা, শ্যামসুন্দরপুর, হাতিবাড়ি গ্রামের মানুষজন সমস্যায় পড়েছেন।

Paschim Medinipur Rainfall : টানা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল রাস্তা, পারাপারে নৌকাই ভরসা চন্দ্রকোণার গ্রামে
গোপীবল্লভপুরের বিডিও দেবজ্যোতি পাত্র বলেন, ‘ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে ৭৭ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সুবর্ণরেখা নদীতে। যার ফলে নদীর জলস্তর কিছুটা বাড়বে। নদী তীরবর্তী গ্রামগুলিতে মাইকে সতর্ক করা হচ্ছে। এই মুহূর্তে নদীতে মৎস্যজীবীদের মাছ ধরা বা স্নান করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফেয়ারওয়েদার ব্রিজ ভেঙে যাওয়ায় কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কিছু জায়গায় বোর্ড নামানো হয়েছে যাতায়াতের জন্য।’ এদিকে ডুলুং নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় চিলকিগড়-জামবনি কজওয়ে জলের তলায় চলে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

Digha Weather : নিম্নচাপ-ভরা কোটালের জোড়া ফলা! দিঘায় ব্যাপক জলোচ্ছ্বাস-মৌসুনী দ্বীপে ঢুকল জল
গোপীবল্লভপুরের দু’টি ব্লকের অবস্থান মূলত সুবর্ণরেখা নদী তীরবর্তী। এখানকার বাসিন্দাদের পড়াশোনা থেকে শুরু করে চিকিৎসার জন্য গোপীবল্লভপুর সদর বাজারে আসতে হয়। প্রতিদিনই অসংখ্য মানুষ নৌকো অথবা ব্রিজ দিয়ে সুবর্ণরেখা পারাপার করেন। ব্রিজগুলো ভেঙে পড়ায় এলাকাবাসীকে এখন আসতে হচ্ছে অনেকটাই ঘুরপথে। হয় সিধু-কানহো-বীরসা সেতু হয়ে নয়তো ঝাড়খণ্ড রাজ্যের জামশোলা ব্রিজ পার হয়ে। যার ফলে আগে যেখানে ২০ মিনিটে পৌঁছোনো যেত গোপীবল্লভপুর সদর বাজারে, সেখানে এখন সময় লাগছে প্রায় দু’ঘণ্টা।

গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের চোরচিতা গ্রামের বাসিন্দা চোরেশ্বর সাউ বলেন, ‘ব্রিজ ভেঙে যাওয়ায় যাতায়াতের ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে। চোরচিতা থেকে রান্টুয়া পর্যন্ত রাস্তাও বেহাল দশা! সকলেই সমস্যায় পড়েছেন।’ আমরদা গ্রাম পঞ্চায়েতের জানাঘাটি সংসদের পঞ্চায়েত সদস্য আনন্দ বারি বলেন, ‘যাতায়াতের ক্ষেত্রে নাজেহাল হতে হচ্ছে। গোপীবল্লভপুর বিডিও অফিস, সুর্বণরেখা মহাবিদ্যালয় এবং গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যেতে হলে ঘুরপথে ৩০ কিমি বেশি ঘুরে যেতে হচ্ছে। ফেয়ারওয়েদার ব্রিজ দিয়ে যা মাত্র ১৫ মিনিটে পৌঁছে যাওয়া যেত।’

Hooghly River : শ্যামপুরে হুগলি নদীর পাড়ে ধাক্কা পণবাহী জাহাজের! জলোচ্ছ্বাস, আতঙ্ক
অন্য দিকে, জল বেড়েছে শিলাবতী নদীতেও। জলের তোড়ে ভেঙে গিয়েছে শিলাবতী নদীর উপর অস্থায়ী রাস্তা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-২ ব্লকের হুমগড়ের কাছে পাথরবেড়িয়া এলাকায়। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জোগারডাঙা গ্রাম পঞ্চায়েত। প্রায় ২০-২২টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই অস্থায়ী রাস্তাটি। ফলে সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। বুধবার সকাল থেকে স্থানীয়দের উদ্যোগে পাথরবেড়িয়া নদী ঘাটে পারাপারের জন্য একটি নৌকা চালানো শুরু হয়। ব্লক প্রশাসন সূত্রে খবর, পাথরবেড়িয়া এলাকায় নদীর উপর কংক্রিটের কজওয়ে তৈরি হচ্ছে। সেটি যতদিন না সম্পূর্ণ হচ্ছে, ততদিন যাতায়াতের জন্য অস্থায়ী রাস্তা করে দেওয়া হয়েছিল। টানা বৃষ্টিতে নদীতে জল বেড়ে তার উপর দিয়ে বইছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।

Water Logging : রাস্তার দুর্দশা, মায়ের দেহ কাঁধে নিয়ে কোমর সমান জল পেরোল ছেলে
রাতভর বৃষ্টি হওয়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতালের ভিতরেও এ দিন জল ঢুকে যায়। মঙ্গলবার মুষলধারে বৃষ্টি হওয়ায় বেহাল নিকাশির জন্য হাসপাতালের এক তলায় একাধিক ওয়ার্ডে জল জমে যায়। কোথাও কোথাও আবার ছাদ থেকেও জল পড়ে। হাসপাতালের মেইন বিল্ডিংয়ের একতলায় জেনারেল ওয়ার্ড জল থইথই অবস্থা। সমস্যায় পড়তে হয় রোগী ও পরিজনকে। বেশ কয়েক ঘণ্টা জল পেরিয়েই রোগী, পরিজন ও চিকিৎসকদের যাতায়াত করতে হয়। বুধবার সকালে অবশ্য জল কমে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অবিরাম বৃষ্টির ফলে নিচু এলাকায় জমে যায় জল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *