বেকারত্বের সংখ্যা কমাতে, পাশাপাশি ছোট শিল্পকে উপরের সারিতে তুলে নিয়ে আসতে সব রকম সাহায্যের জন্যই রাজ্যে সরকারের তরফ থেকে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিল্পোদ্যোগীদের দুয়ারে পৌছনো হবে বলেই গ্রাম ও ব্লক স্তরের পাশাপাশি এদিন জেলা সদর শহর বারাসতে অনুষ্ঠিত হল এই শিবির। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের আরও উৎসাহ যোগাতে ও সবরকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিশেষ এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
যা আগস্ট মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। গ্রাম সহ জেলার বিভিন্ন জায়গায় নির্দিষ্ট দিনে এই ক্যাম্প বসবে বলেই জানা গিয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। এদিনের অনুষ্ঠানে জেলা প্রশাসনের আধিকারিকরা সহ বহু ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদেরও শিবিরে অংশ নিতে দেখা যায়।
তার মধ্যে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কি কি সুবিধা মিলবে কিভাবে সেই সুবিধা পাওয়া যাবে তা বিশদে আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে। বেকার যুবক-যুবতীদের ব্যবসায় ঝোঁক বাড়াতে থাকছে নানান বিষয়ে জানার সুবিধা।
পাশাপাশি আর্থিক সাহায্যও মিলবে এই শিবিরে। স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রে লোনের ব্যবস্থাও করা হবে শিল্পের সমাধান কেন্দ্রে, বলেই জানান জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী। তিনি বলেন, ‘রাজ্যে সরকারের তরফ থেকে এই ‘শিল্পের সমাধানে’ কর্মসূচি এক অভিনব পদক্ষেপ। যে বা যারা স্বল্প ঋণ নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে চান, তাঁদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। এছাড়াও শিল্পের সমাধানে কর্মসূচির মাধ্যমে গোটা আগস্ট মাস রাজ্য জুড়ে ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প এবং এর সঙ্গে যুক্ত তাঁতি, কারিগরদের কাছে পৌঁছবে রাজ্য।’
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে আবেদনের সুযোগ মিলবে এই শিবির থেকে। সেই সঙ্গে, শিবিরগুলিতে কারিগর ও তাঁতিদের তালিকাভুক্ত করে ভবিষ্যৎ পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে নানা পরামর্শ ও নতুন দিশা দেখানো হয়।