Talk To Mayor Kolkata : ভাম বিড়াল ও বেজি নিয়ে অভিযোগ ‘টক টু মেয়র’-এ – on july 28 at the talk to mayor event a woman resident of elliott road complained to mayor firhad hakim about the nuisance of beji and bham cats


এই সময়: মশা আর ইঁদুরের উপদ্রব নিয়ে কলকাতা পুরসভা অস্বস্তিতে ছিলই। এ বার সেই অস্বস্তি আরও খানিকটা বাড়িয়ে দিল বেজি আর ভাম বিড়াল। গত শুক্রবার, ২৮ জুলাই ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ইলিয়ট রোডের বাসিন্দা এক মহিলা মেয়র ফিরহাদ হাকিমকে বেজি আর ভাম বিড়ালের উপদ্রব নিয়ে তাঁর অভিযোগ জানান। ওই মহিলার বক্তব্য, বেজি আর কালো মতো একটি প্রাণী তাঁর পোষ্যদের উপর মাঝেমধ্যেই হামলা চালায়।

KMC Mutation : ১৫ দিনেই মিউটেশন! ঠিকা জমি নিয়ে বড় সিদ্ধান্তের পথে কলকাতা পুরসভা
তাঁর ওই কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত এক পুর আধিকারিক মেয়রকে জানান, কালো মতো ওই প্রাণীটি হলো ভাম বিড়াল। টক টু মেয়র অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্তের পুর পরিষেবা নিয়ে নানা অভিযোগ মেয়রের কাছে আসে। কিন্তু খাস কলকাতায় বন্য প্রাণীর উপদ্রব নিয়ে অভিযোগ এর আগে পুরসভার এই কর্মসূচিতে শোনা গিয়েছে কি না, তা কেউ মনে করতে পারছেন না।

Dengue Fever : ডেঙ্গি রোধে বাংলাদেশকে টিপস কলকাতা পুরসভার
তবে পুরসভার কাছে এই অভিযোগ এর আগে তেমন না-এলেও শহর ও শহরতলিতে যাঁরা এখনও পায়রা, বিদেশি পাখি পোষেন, তাঁদের কাছে মাঝেমধ্যেই ভাম বা বেজির উপদ্রবের কথা শোনা যায়। রাতে ভাম বিড়াল হানা দিয়ে পায়রা নিয়ে পালিয়ে যায়। দিনে সুযোগ পেলে ডিম ফুটে সদ্য বেরোনো পায়রার ছানাদের উপরে হামলা চালায় বেজিও। মেয়র ফিরহাদ হাকিম ইলিয়ট রোডের ওই বাসিন্দাকে জানান যে, তাঁর বাড়ির চারপাশ পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা পুরসভা করবে, তবে বন্য প্রাণী নিয়ে পুরসভার কিছু করার নেই।

Dengue Death: রাস্তা না চৌবাচ্চা! ১২ মাস ধরে সরেনি রাস্তার জমা জল, ডেঙ্গির আঁতুড়ঘরেই বাস ডানকুনিবাসীর
কলকাতা পুরসভা সূত্রের খবর, কুকুর ধরার অধিকার পুরসভার থাকলেও বেজি বা ভাম বিড়াল ধরার আইনি অধিকার পুরসভার নেই। তবে পুরসভার এক অফিসার বলেন, ‘বন দপ্তরকে জানালে তারা ওই সব প্রাণী ধরার ব্যবস্থা করতে পারে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *