বাংলার প্রখ্যাত কথক শিল্পী পারমিতা মৈত্র। আন্তর্জাতিক স্তরে যাঁর খ্যাতি রয়েছে (Kathak Dancer Paramita Maitra)। যিনি কথক নৃত্যের সম্রাট পণ্ডিত বিরজু মহারাজের শিষ্যা। সেই পারমিতা মৈত্রর কাছেই দিনের পর দিন নাচের তালিম নিয়েছেন টোটা। রকি অউর রানি কি প্রেম কাহানীতে রণবীরের সঙ্গে মঞ্চে ডোলা রে নেচে তাক লাগিয়ে দিয়েছেন টোটা। নতুন আলোয় যেন টোটা রায়চৌধুরীকে আবিষ্কার করলেন দর্শক। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পারমিতা মৈত্র। বিস্তারিত জানতে দেখুন ভিডিয়ো। Watch The Bengali Video.