জুতো খুলে সপাটে মার! BJP নেতাকে আক্রমণ দলেরই কর্মীর, হইচই হাইকোর্টে


কলকাতা হাইকোর্ট চত্বরে BJP জেলা সভাপতিকে জুতো পেটা করার অভিযোগ। দলের এক মহিলা কর্মী তাঁকে জুতো পেটা করেন বলে অভিযোগ। আদালত চত্বরে নিজের দলের কর্মীর হাতে মার খেলেন মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রদ্যুত বৈদ্য। এরকম একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে।

Trinamool Congress : এক সপ্তাহে তৃতীয়বার দলবদল, তৃণমূলে যোগ BJP-র পঞ্চায়েত সদস্যার
কলকাতা হাইকোর্ট চত্বরের একটি ভিডিয়ো ( যাচাই করেনি এই সময় ডিজিটাল) যেখানে দেখা যাচ্ছে, এক BJP নেতাকে মারধর করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রদ্যুত বৈদ্যকে মারধর করার অভিযোগে ওঠে। তবে ঠিক কী কারণে তাঁকে মারধর করা হয়, সে সম্বন্ধে নির্দিষ্ট কিছু জানা যায়নি।

Dakshin 24 Pargana : প্রবল জলোচ্ছ্বাসে ভাঙল নদীবাঁধ, কাকদ্বীপে হোটেলে বন্দি পর্যটকরা
জানা গিয়েছে, মথুরাপুর সাংগঠনিক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রদ্যুত বৈদ্যকে জুতো পেটা করছে দলেরই এক মহিলা কর্মী। সেই ছবি এখন ভাইরাল। কুলপি বিধানসভার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলা নিয়ে বৃহস্পতিবার হাইকোর্ট মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রদ্যুৎ বৈদ্য।

Barrackpore Shootout : ব্যারাকপুর শিল্পাঞ্চলে ফের শ্যুটআউট, ফুল কিনতে গিয়ে গুলিবিদ্ধ ব্যবসায়ী
হাইকোর্ট চত্বরে বিজেপির জেলা সভাপতিকে হঠাৎ জুতোপেটা করতে দেখা যায় দলেরই মহিলা কর্মীদেরকে। আর এই ছবি ভাইরালতে শোরগোল পড়েছে এলাকায়। যদিও গোটা ঘটনায় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই ঘটনায় সঙ্গে BJP দলের কেউ যুক্ত নেই। যাঁরা এরকম করেছে, তাঁদের দল থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে।
বিজেপির আরও অভিযোগ, দলের জেলা সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলেও দাবি করা হয়। এটা চক্রান্ত করে তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি। তাঁর। ইতিমধ্যে বিষয়টি মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রদ্যুত বৈদ্য দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে খবর।

Barrackpore Shootout Video : সিন্ডিকেট? ব্য়ারাকপুরে শুটআউট! গুলিবিদ্ধ ‘ডন’!

অন্যদিকে, বিষয়টির সঙ্গে কোনও ভাবেই তৃণমূল কংগ্রেস জড়িত নয় বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এটি বিজেপির গোষ্ঠী দ্বন্দের কারণেই ঘটেছে বলে দাবি করা হয়েছে। পঞ্চায়েত সংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেন নিয়ে গোলমালের কারণেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তবে গোটা ঘটনায় আদালত চত্বরে হইচই পড়ে যায়। উল্লেখ্য, আগামী ১০ অগস্টের মধ্যে মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হবে। তার আগে বিজেপির কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকায় হাইকোর্ট এসেছিলেন ওই BJP নেতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *