দমকলের ছাড়পত্র পেতে খসছে লাখ টাকা, নাজেহাল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি


রাজ্যের স্কুলগুলিতে দমকলের ছাড়পত্র পেতে নাজেহাল হতে হচ্ছে। অভিযোগ এমনটাই। একাধারে বার্ষিক জরিমানা ৫০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ২ হাজার টাকা। তার সঙ্গে প্রয়োজনীয় নথি জোগাড় করতে গিয়ে কালঘাম ছুটছে স্কুলগুলির। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের হাই স্কুলের ছাড়পত্র পুনর্নবীকরণের জন্য সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করেছে। জরিমানা বাবদ প্রতি বছর ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ, কী কী কাগজপত্র লাগবে তার কোনও অফিসিয়াল নোটিশ নেই। অন্যান্য সাধারণ কাগজপত্রের সঙ্গে ফায়ার সার্ভিস এর NOC লাগবে। আর সমস্যা সেখানেই।

Kolkata Weather Today : অগাস্টে মিলবে না প্রত্যাশিত বৃষ্টি! আজ ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস
NOC-এর জন্য স্কুলের অনুমোদিত সাইট প্ল্যান আবশ্যিক। প্ল্যান প্রস্তুত করতেই খরচ হচ্ছে প্রায় ৩০ হাজার টাকা। এদিকে দমকলের ছাড়পত্র পেতে অনলাইন আবেদন করতে ৩ হাজার টাকা লাগছে। এরপর দমকল বিভাগের অফিসারদের গাড়ি ভাড়া দিয়ে পরিদর্শন করবার জন্য নিয়ে আসতে হয়।
অভিযোগ, ফায়ার সার্ভিস আধিকারিকদের পরিদর্শন সহ এই গোটা ব্যবস্থাপনায় কয়েক লাখ টাকার কাছাকাছি খরচা হয়ে যাচ্ছে। এমনকি আধিকারিকদের গাড়ি ভাড়া করে নিয়ে না আসলে অনেকে আসতে চাইছেন না বলেও অভিযোগ। সেক্ষেত্রে এই ছাড়পত্র মিলতে সব মিলিয়ে কয়েক লাখ টাকা খরচ করতে হচ্ছে। পাশাপাশি, হয়রানির মুখে পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে।

Kolkata Trending News : আমার সন্তান যেন বেঁচে থাকে চোখে, মৃত ছেলের কর্নিয়া দান করে দুজনের আঁধার ঘোঁচালেন দৃষ্টিহীন বাবা
অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস সংগঠনের দাবি, মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিভিন্ন সময় বিভিন্ন নথি দেওয়ার জন্য বলা হচ্ছে। যে কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাঁদের মতে, ডকুমেন্টস সহ সম্পূর্ণ গাইডলাইন বোর্ড প্রকাশ করুক। তাছাড়া সরকার পোষিত স্কুলের দায়ভার বিদ্যালয় কর্তৃপক্ষ নেবে কেন? পর্ষদ নিজেই নিয়োগকারি সংস্থা। রাজ্য সরকারের সম্পূর্ণ দায়িত্ব বলে দাবি তাঁদের।

Mamata Banerjee : বাইপাসে মেট্রোর রং গেরুয়া? মমতার মন্তব্যের প্রেক্ষিতে অবস্থান স্পষ্ট করল কর্তৃপক্ষ
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে Right to Education Act অনুযায়ী ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে। সর্বশিক্ষা মিশন যে কম্পোজিট গ্র্যান্ট ১ লাখ টাকা দেওয়া হতো, সেটাও কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কী করে ওই ব্যয়বহুল দমকলের ছাড়পত্র পাবে বিদ্যালয় কর্তৃপক্ষ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Mamata Banerjee: ‘তার মানে তোমরা পড়েছ হেব্বি’, পরীক্ষার্থীদের বললেন মমতা

অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানান, গত প্রায় ১৫ বছরের বেশি সময় বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া বার্ষিক ২৪০ টাকা আর বাড়ানো হয়নি। অথচ মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রতি আবারও নানা অছিলায় এক লাফে কয়েক গুণ ফিস বাড়িয়ে দিয়েছে। আমরা ইতিমধ্যেই চিঠি লিখে এবং মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি এবং সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছি। আগামী দিনে এ বিষয়ে সমাধান না পাওয়ার জন্য বড় করে ডেপুটেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *