Behala Accident: শিশু মৃত্যুতে তুলকালাম বেহালায়, স্কুলের মধ্যে কাঁদানে গ্যাস ফাটানোর অভিযোগ! অসুস্থ পড়ুয়ারা – police allegedly charged tear gas in school compound to control behala road accident agitation


Road Accident: পথ দুর্ঘটনায় ছোট্ট পড়ুয়ার মৃত্যুতে তুলকালাম বেহালায়। ট্রাফিক সামলানোর গাফিলতির পাশাপাশি বড় অভিযোগ পুলিশের বিরুদ্ধে। উত্তেজিত জনতাকে হটাতে বড়িশা হাইস্কুলের ভিতরেও কাঁদানে গ্যাসের সেল ফাটানোর অভিযোগ। তার জেরে অসুস্থ হয়ে পড়েছেন স্কুলের ছোট্ট ছোট্ট পড়ুয়ারা। আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা।

একইসঙ্গে অভিযোগ অবরোধকারী জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি হাতে স্কুল কম্পাউন্ডেও ঢুকে পড়ে পুলিশ। প্রধানশিক্ষক সহ শিক্ষকেরা বেরিয়ে এসে কথা বলেন পুলিশের সঙ্গে। অভিভাবকদের সঙ্গে বচসা বেধে যায় র‌্যাফের। প্রথমে স্কুল ক্যাম্পাস থেকে কাউকে বেরতেই দেওয়া হচ্ছিল না। পরে পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষকেরা। তখন পড়ুয়াদের স্কুলের পিছনের গেট দিয়ে অভিভাবকদের সঙ্গে বেরতে দেওয়া হয়। দেখা যায় নাকে রুমাল চাপা দিয়ে স্কুল থেকে বেরিয়ে আসছেন পড়ুয়ারা।

বড়িশা হাইস্কুলের পঞ্চম শ্রেণীর পড়ুয়া বেরিয়ে জানান, ‘আচমকা একটা আওয়াজের পর ক্লাস রুম ধোঁয়ায় ভরে যায়। চোখ জ্বলতে শুরু করে। বন্ধুরা সব কাশছিল। ভয়ে কেউ কেউ কাঁদতে শুরু করেন। কারও কারও শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। দিদিমণিরা আমাদের সাহস দিচ্ছিলেন। ভয় পেতে বারণ করছিলেন।’

Road Accident: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া, রণক্ষেত্র বেহালায় আগুন পুলিশের ভ্যানে

ভোর সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনায় ৭ বছরের স্কুল ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্র বেহালা চৌরাস্তা। উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় পুলিশের ভ্যানে। ডায়মন্ড হারবার ট্র‍্যাফিক গার্ড পুলিশের চারটি বুলেটে ধরিয়ে দেওয়া হয় আগুন। জনতার রোষ থেকে বাঁচেনি ট্রাফিক গার্ডের অফিস, চৌরাস্তা পুলিশ ফাঁড়িও। সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। তছনছ করে দেওয়া হয় ট্রাফিক গার্ডের অফিস। ভিতরের সব জিনিস বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। মোবাইলে ছবি তুলতে গেলে মার, মোবাইল ভাঙচুর চলতে থাকে। অন্তত ৩০টি লোকের মোবাইল ভাঙা হয়েছে। এই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতেই কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় ও লাঠিচার্জ করা হয়।

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *